কলম্বো পৌঁছলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার সন্ধ্যায় তিন দিনের সফরে কলম্বো পৌঁছেছেন। ভারত ও শ্রীলঙ্কার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার উপায় অনুসন্ধানের জন্য এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ।
রাত ৯টায় বৃষ্টি উপেক্ষা করে বিমানবন্দরে অবতরণের সময় পাঁচ শীর্ষ মন্ত্রী তাকে বিশেষ অভ্যর্থনা জানান।
প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন শ্রীলঙ্কার বিদেশমন্ত্রী ভিজিথা হেরাথ, স্বাস্থ্য ও গণমাধ্যম মন্ত্রী নালিন্দা জয়তিসা, শ্রমমন্ত্রী অনিল জয়ন্ত, মৎস্যমন্ত্রী রামলিঙ্গম চন্দ্রশেখর, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী সরোজা সাবিত্রী পৌলরাজ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ক্রিশান্থা আবেসেনা।
‘কলম্বোতে অবতরণ করেছি। মন্ত্রী ও গণ্যমান্য ব্যক্তিরা যারা বিমানবন্দরে আমাকে স্বাগত জানিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞ। শ্রীলংকায় কর্মসূচির অপেক্ষায় রয়েছি,’ মোদী এক্স-এ লিখেছেন।
সফরকালে মোদী ৫ এপ্রিল রাষ্ট্রপতি অনুরা কুমারা দিসানায়েকের সঙ্গে বিস্তৃত বৈঠক করবেন।
বৈঠকের পর ভারত ও শ্রীলঙ্কা প্রতিরক্ষা, জ্বালানি নিরাপত্তা ও ডিজিটালাইজেশনের ক্ষেত্রে সহযোগিতা জোরদারসহ প্রায় ১০টি ফলাফল নিয়ে আসবে বলে আশা করা হচ্ছে।