‘মন কি বাত’ অনুষ্ঠানের ১১০তম পর্বে প্রধানমন্ত্রীর কথায় উঠে এল নারীশক্তির কথা। আজ প্রধানমন্ত্রী ‘ড্রোন দিদি’র সঙ্গে কথা বলেন। প্রধানমন্ত্রী জানান, লোকসভা নির্বাচনের জেরে চালু হবে আদর্শ নির্বাচনী আচরণবিধি। আর তাই আপাতত রেডিও অনুষ্ঠান করবেন না তিনি। লোকসভা নির্বাচন না মেটা পর্যন্ত সম্প্রচারিত হবে না।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
সামনেই লোকসভা নির্বাচন। যদিও এখনও নির্ঘণ্ট প্রকাশ করেনি জাতীয় নির্বাচন কমিশন। আগামী ১৪ মার্চ লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করতে পারে নির্বাচন কমিশন বলে সূত্রের খবর। এই আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাসিক রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’ বন্ধ থাকবে। আজ, রবিবার এই নিয়ে বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী। ‘মন কি বাত’ অনুষ্ঠানের ১১০তম পর্বে প্রধানমন্ত্রীর কথায় উঠে এল নারীশক্তির কথা। তাই আজ প্রধানমন্ত্রী ‘ড্রোন দিদি’র সঙ্গে কথা বলেন। প্রধানমন্ত্রী জানান, লোকসভা নির্বাচনের জেরে শীঘ্রই চালু হবে আদর্শ নির্বাচনী আচরণবিধি। আর তাই আপাতত রেডিও অনুষ্ঠান করবেন না তিনি। লোকসভা নির্বাচন না মেটা পর্যন্ত ‘মন কি বাত’ সম্প্রচারিত হবে না।
এদিকে লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হলে গোটা বিষয়টি চলে যায় নির্বাচন কমিশনের অধীনে। শুরু হয়ে যায় আদর্শ আচরণ বিধি। তাই হবে না মন কি বাত। প্রধানমন্ত্রীর আজকের কথায় বারবার নারীশক্তির প্রসঙ্গ উঠে আসে। প্রধানমন্ত্রী বলেন, ‘আজ ভারতের নারীশক্তি প্রত্যেকটি ক্ষেত্রে উন্নতির নতুন উচ্চতা স্পর্শ করছে। আজ গ্রামে গ্রামে ড্রোন দিদির আলোচনা হচ্ছে। নমো ড্রোন দিদি এখন সবার মুখে ফিরছে। এই নমো ড্রোন দিদি হয়ে উঠছে দেশের কৃষিকে আধুনিক করার বড় মাধ্যম। রাসায়নিক পদার্থের জেরে আমাদের মাতৃভূমি যে দুর্ভোগ, যে যন্ত্রণা ভোগ করছে তাকে বাঁচাতে বড় ভূমিকা পালন করছে দেশের মাতৃশক্তি।’
অন্যদিকে কেন্দ্রে ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী চালু করেছিলেন মন কি বাত রেডিও অনুষ্ঠান। এবার এই অনুষ্ঠানের ১১০তম এপিসোডে প্রধানমন্ত্রী বলেন, ‘আগামী তিন মাস মন কি বাত অনুষ্ঠানের সম্প্রচার বন্ধ থাকবে। রাজনৈতিক মর্যাদা পালন করব তাই লোকসভা নির্বাচন চলাকালীন মন কি বাত অনুষ্ঠান করব না। মন কি বাত অনুষ্ঠান স্থগিত থাকলেও দেশের মানুষের উপলব্ধি যেন না থামে। মানুষের জন্যই এই অনুষ্ঠান। তবে এরপর মন কি বাত অনুষ্ঠানের ১১১তম এপিসোডের সম্প্রচার যখন হবে তা অত্যন্ত শুভ হবে।’