বাংলা নিউজ > ঘরে বাইরে > PM Kisan Status: আর মাত্র কয়েক ঘণ্টা! ২ হাজার টাকা পাবেন তো? চেক করুন এখনই
দীর্ঘ এক মাস অপেক্ষা। অবশেষে পিএম কিষানের সেই কিস্তির শুভ দিন। আর মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই সুবিধাভোগীদের অ্যাকাউন্টে ২,০০০ টাকা জমা হবে।
এই ২,০০০ টাকা আপনার অ্যাকাউন্টে আসবে তো? তার জন্য আপনাকে এখনই নিজের স্ট্যাটাস পরীক্ষা করতে হবে। স্ট্যাটাস চেক করা কোনও ব্যাপার নয়। একটি ইন্টারনেট-সহ মোবাইল বা ল্যাপটপ হলেই হবে।
PM Kisan-এর স্ট্যাটাস চেক করতে নিচের ধাপগুলি অনুসরণ করুন:
- প্রথম ধাপ : প্রথমে পোর্টালে যান। ডানদিকে Farmers Corner-এ ছোট বক্স পাবেন। প্রথমটি ই-কেওয়াইসির জন্য। দ্বিতীয়টি অনলাইনে টাকা ফেরতের জন্য। তৃতীয়টি নতুন কৃষকদের রেজিস্টারের জন্য। চতুর্থটি ঠিকানা এবং অন্যান্য ভুল সংশোধনের জন্য
পাঁচ নম্বর বক্সটাই আপনার স্ট্যাটাস চেক করার জন্। আপনার অবস্থা চেক করার জন্য। ঘড়ি আইকনে ক্লিক করুন।
- দ্বিতীয় ধাপ : এর পরে আপনার আধার নম্বর বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর লিখুন। Get Data-তে ক্লিক করুন।

- তৃতীয় ধাপ : Get Data-তে ক্লিক করার পরেই উপরের ছবিটির মতো একটি পেজ দেখতে পাবেন। এখানেই আপনার কিস্তির অংশটি দেখুন। সেখানে যদি 'Payment Processed' লেখা থাকে, তার মানে এটা নিশ্চিত যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে খুব শীঘ্রই কিস্তির টাকা আসতে চলেছে।
প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার অধীনে, মোদী সরকার প্রতি বছর কৃষকদের অ্যাকাউন্টে ২,০০০ টাকার তিনটি কিস্তিতে মোট ৬,০০০ টাকা পাঠায়। দেশের ১২.৫৪ কোটিরও বেশি কৃষক এই প্রকল্পের সুবিধা পান।
পরবর্তী খবর