আদানি-হিন্ডেনবার্গ তদন্তের জন্য আরও ৩ মাস সময় পাবে SEBI? সোমবার বিবেচনা SC-র Updated: 12 May 2023, 08:22 PM IST Soumick Majumdar গত ২৯ এপ্রিল সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (SEBI) সুপ্রিম কোর্টে অনুরোধপত্র দাখিল করেছে। আদানি গোষ্ঠীর তালিকাভুক্ত এবং অফশোর সংস্থাগুলির সঙ্গে জড়িত জটিল লেনদেনের বিষয়গুলির উল্লেখ করে বলা হয়েছে, এগুলির জন্য গভীর তদন্তের প্রয়োজন।