সামনে আসছে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন। তার আগে বাংলার বিরুদ্ধে নানা কথা তুলে ধরছেন বিজেপি নেতারা। বাংলায় শিল্প বলে কিছু নেই। এখানে কেউ শিল্প করতে আসে না। নতুন শিল্প বাংলায় নেই বললেই চলে। এই অভিযোগ তুলে তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি। এমনকী বিজেপির রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য রাজ্যসভায় প্রশ্ন তোলেন, গত পাঁচ বছরে কতগুলি সংস্থা বাংলা ছেড়ে অন্য জায়গায় চলে গিয়েছে? এই প্রশ্নের প্রেক্ষিতে মঙ্গলবার কর্পোরেট বিষয়ক মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০১৯ সাল থেকে এখনও পর্যন্ত বাংলা ছেড়ে একাধিক সংস্থা ভিন রাজ্যে চলে গিয়েছে।
একদিকে এই প্রশ্ন অপরদিকে কর্পোরেট বিষয়ক মন্ত্রকের জবাব সংঘাতের বাতাবরণ তৈরি করেছে। ১৫ মাস পর ২০২৬ সালের বিধানসভা নির্বাচন রয়েছে বাংলায়। সেখানে বিজেপি এমন নানা তথ্য তুলে ধরে রাজ্য সরকার তথা তৃণমূল কংগ্রেসকে বেকায়দায় ফেলার চেষ্টা করতে পারে। এই বিষয়টি বুঝতে পেরেই এবার পাল্টা হিসেবে আজ শনিবার থেকে সংসদের ভিতরে এবং বাইরে সুর চড়াতে শুরু করল তৃণমূল কংগ্রেস। আর তার জন্য তৈরি করা হয়েছে নয়া স্লোগান— ‘বাংলা মানেই ব্যবসা’। তৃণমূল কংগ্রেস নেতৃত্বের বক্তব্য, ‘বিজেপি যত বেশি এমন অপবাদ দেবে, তত বেশি করে বাংলার মানুষ ওদের শাস্তি দেবেন।’
আরও পড়ুন: বনগাঁ রেল স্টেশনের লাইনে ফাটল, বন্ধ সব লোকাল ট্রেন, চরম নাকাল নিত্যযাত্রীরা
বাংলায় লগ্নি টানতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিদেশ সফরও করেছেন। এবার জাপানের একাধিক সংস্থা আসছে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে বলে সূত্রের খবর। এই সংস্থা এবং বিদেশের সংস্থাগুলি এসে লগ্নি করতে শুরু করলেই পরিবর্তন ঘটবে শিল্প ক্ষেত্রে। তার উপর বাংলায় যে ব্যবসা–বাণিজ্য বেড়েছে সেটা সংসদের ভিতরে শীতকালীন অধিবেশনের বাকি দিনগুলিতে তুলে ধরবেন সাংসদরা। বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সাফল্য তুলে ধরে পাল্টা বিজেপিকে চেপে ধরা হবে। কারণ কেন্দ্রীয় সরকার একাধিক প্রকল্পের টাকা বকেয়া রেখে দিয়েছে। এই নিয়ে সরব হতে চলেছেন তৃণমূল কংগ্রেস সাংসদরা। দলের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব প্রশ্নোত্তর পর্বে উল্লেখ করেন, ‘পশ্চিমবঙ্গে গত ১০ বছরে নতুন ৫৭ লক্ষ ছোট এবং মাঝারি শিল্প গড়া হয়েছে।’