রিপোর্ট অনুযায়ী, কংগ্রেসের রাজ্যসভা নির্বাচনের প্রার্থী সৈয়দ নাসের হুসেনের সমর্থক সেই ধৃত। পেশায় সেই ব্যক্তি শুকনো লঙ্কার ব্যবসায়ী। সেদিন কংগ্রেস নেতা নাসের হুসেনের জয়ের উল্লাসেই নাকি 'পাকিস্তান জিন্দাবাদ' স্লোগান তুলেছিলেন সেই ব্যবসায়ী।
কর্ণাটক বিধানসভায় ‘পাক জিন্দাবাদ’ স্লোগান ঘিরে বিতর্ক
সম্প্রতি কর্ণাটক বিধানসভায় অনুষ্ঠিত হয়েছিল ৪টি রাজ্যসভা আসনের ভোট। হিমাচল এবং উত্তরপ্রদেশ থেকে বিজেপি আসন ছিনিয়ে নিতে পেরেছিল বিরোধীদের থেকে। তবে কর্ণাটকে কংগ্রেস নিজেদের ভোট 'ঠিক জায়গায়' রাখতে পেরেছিল। বিজেপি তাদের নিশ্চিত একটি আসনে জেতে। আর কংগ্রেস জেতে তিন আসনে। বিজেপি সমর্থিত জেডিএস প্রার্থী জিততে পারেননি। এরপরই কর্ণাটক বিধানসভায় উঠেছিল 'পাকিস্তান জিন্দাবাদ' স্লোগান। এই নিয়ে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছিল কর্ণাটকে। সেই ঘটনায় এবার কর্ণাটক পুলিশ একজনকে গ্রেফতার করেছে। জানা গিয়েছে, হাভেরি জেলার বিয়াদাগি থেকে গ্রেফতার করা হয়েছে এক সন্দেহভাজনকে। (আরও পড়ুন: BJP-র বদলে KKR-কে 'অগ্রাধিকার', লোকসভা নির্বাচনের আগে বড় ঘোষণা গৌতম গম্ভীরের)
রিপোর্ট অনুযায়ী, কংগ্রেসের রাজ্যসভা নির্বাচনের প্রার্থী সৈয়দ নাসের হুসেনের সমর্থক সেই ধৃত। পেশায় সেই ব্যক্তি শুকনো লঙ্কার ব্যবসায়ী। সেদিন কংগ্রেস নেতা নাসের হুসেনের জয়ের উল্লাসেই নাকি 'পাকিস্তান জিন্দাবাদ' স্লোগান তুলেছিলেন সেই ব্যবসায়ী। বর্তমানে সেই অভিযুক্তকে বেঙ্গালুরুতে নিয়ে আসা হয়েছে। এদিকে এই ঘটনার যে সব ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, সেই ভিডিয়োর ভয়েস স্যাম্পেলের সঙ্গে ধৃতের কণ্ঠস্বর মিলিয়ে দেখা হচ্ছে।
এদিকে এই ঘটনায় সরব হয়েছেন কর্ণাটকের বিরোধী দলনো আর অশোক বলেন, 'কংগ্রেস নেতা নাসের হুসেনের সমর্থক এই ধরনের দেশ বিরোধী স্লোগান তোলার বিষয়টি নিয়ে এনআইএ বা আইবি-র তদন্ত করা উচিত। কঠোর আইনে মামলা করা উচিত অভিযুক্তর বিরুদ্ধে। আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত তার বিরুদ্ধে। এই সরকার রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যর্থ হয়েছে। আমাদের সাংবিধানিক মূল্যবোধকে ধরে রাখতে ব্যর্থ এই সরকার।'