ভারতের ‘অপারেশন সিঁদুর’রের ধাক্কার পর পাকিস্তান গতরাতেই পাল্টা চেষ্টা করেছিল ভারতের ১৫ এলাকায় হামলার জন্য। তবে তা ব্যর্থ করে দিয়েছে ভারতের সেনার দাপুটে জবাব। ঠিক একইভাবে বৃহস্পতিবারের রাতেও ভারতীয় সেনার হাতে কার্যত জোরদার জবাব পেয়ে পিছু হঠল পাকিস্তানি সেনা। এদিন রাতে রাজস্থানের জয়শলমীরে বেশ কিছু বিস্ফোরণের শব্দ শোনা যায়। জানা যাচ্ছে, তা পাকিস্তানি হামলার অংশ। তবে ভারতীয় সেনাও দিয়েছে জবাব। জানা যাচ্ছে, জয়শলমিরে ২০ টি মিসাইল হামলা করেছে পাকিস্তান।
বেশ কিছু রিপোর্ট দাবি করছে, জয়শলমীর বিমানবন্দর ছিল পাকিস্তানের টার্গেটে। সেখানের আকাশে বেশ কিছু আলোর চমক দেখা যায়। ঘটনায় স্বভাবতই ছড়িয়েছে আতঙ্ক। জারি রয়েছে হাই অ্যালার্ট। এদিকে, সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, প্রতিরক্ষা সূত্রে খবর, জম্মুর আরনিয়া, আরএসপুরা, সাম্বাসাতওয়ারি এই সমস্ত এলাকায় টার্গেট করে ৮ টি মিসাইল লঞ্চ করেছে পাকিস্তান। পাল্টা মোক্ষম জবাব দিয়ে চলেছে ভারতের সেনা।
এদিন সন্ধ্যা গড়াতেই জানা যায়, জম্মুর বিমানবন্দর টার্গেট করে হামলা করে গিয়েছে পাকিস্তান। পাকিস্তানের তরফে একের পর এক মিসাইল হামলা হয়েছে জম্মুতে। মিডিয়া রিপোর্টের দাবি, এই হামলা অনেকটা হামাসের মতো করে হামলা হয়েছে। একাধিক ক্ষেপণাস্ত্র একটা নির্দিষ্ট সময়ে একটি জায়গার উদ্দেশে ছেড়ে দিয়ে এই হামলা চালিয়েছে পাকিস্তান।
( পাকিস্তানের দাবি ভারতের বিরুদ্ধে পাক সেনা ব্যবহার করেছে চিনা জেট! এদিকে ‘বন্ধু’ বেজিং বলছে…)
(‘জঙ্গিদের রাষ্ট্রীয় মর্যাদায় অন্ত্যেষ্টী বোধহয় পাকিস্তানে প্রচলিত!’ মিশ্রির কটাক্ষবাণ ইসলামাবাদকে )
প্রসঙ্গত, আজই দিল্লি জানিয়েছে এই গোটা ঘটনার পারদ চড়ানোর প্রক্রিয়া শুরু করেছিল পাকিস্তান। ২২ এপ্রিল ২০২৫ সালে পহেলগাঁতে নিরীহ ২৬ জনকে খুন করেছে জঙ্গিরা। সেই ঘটনাই এই গোটা পরিস্থিতির পারদ চড়িয়েছে বলে আজ সাফ জানিয়েছে ভারত। দিল্লিতে এক প্রেস কনফারেন্স করে এই তথ্য় জানিয়েছেন বিদেশ সচিব বিক্রম মিশ্রি। এছাড়াও দিল্লির প্রশ্ন, ১৬ এপ্রিল পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের ধর্মীয় উস্কানিমূলক বক্তব্যের পর যেহেতু পহেলগাঁও হামলা হয়েছে, ফলে দুই ঘটনার মধ্যে কি কোনও যোগসূত্র রয়েছে? এই সমস্ত প্রশ্নপর্বের কয়েক ঘণ্টা পরই জম্মুতে পাকিস্তানি ক্ষোপণাস্ত্র হামলা শুরু হয়।