ভারতের লড়াই পাকিস্তানি সেনার বিরুদ্ধে নয়। কিন্তু জঙ্গিদের হয়ে ব্যাট করতে গিয়ে নিজেদের বিপদ নিজেরাই ডেকে এনেছে পাক সেনা। ভারতের অভিযানে পাক সেনার যে ক্ষয়ক্ষতি হয়েছে সেজন্য দায়ী তারাই। সোমবার দুপুরে দিল্লিতে অপারেশন সিন্দুর নিয়ে এক বিশেষ সাংবাদিক বৈঠকে স্পষ্ট জানালেন ভারতীয় বিমানবাহিনীর ডিরেক্টর জেনারেল অপারেশনস এয়ার মার্শাল একে ভারতী। তিনি স্পষ্ট জানিয়েছেন, পাকিস্তানের লাগাতার হামলার পরেও ভারতীয় সেনার কোনও পরিকাঠামোর কোনও ক্ষতি হয়নি। দরকারে এক্ষুণি ফের ব্যবহার করা যাবে সেগুলিকে।
এদিন সাংবাদিক বৈঠকে ভারতীয় সেনার তরফে মানচিত্রের মাধ্যমে পাকিস্তানের কোন কোন সেনাঘাঁটিতে তারা অভিযান চালিয়েছে তা প্রকাশ করা হয়। তাতে ১৩টি ঠিকানায় ভারতীয় অভিযানের কথা জানানো হয়েছে। এই অভিযানগুলিতে পাকিস্তানি সেনার ব্যাপক ক্ষয়ক্ষতির প্রমাণও তুলে ধরেন ভারতীয় সেনা আধিকারিকরা। এয়ার মার্শাল একে ভারতী বলেন, পাকিস্তানের যে ক্ষয়ক্ষতি হয়েছে সেজন্য দায়ী তারাই।
এর পর তিনি বলেন, ‘আমাদের লড়াই পাক সেনার বিরুদ্ধে নয়। লড়াই জঙ্গিদের বিরুদ্ধে। ৭ মে শুধুমাত্র জঙ্গিদের ডেরায় অভিযান চালানো হয়েছিল। পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা রুখেছে ভারতীয় সেনা। পাক সেনা জঙ্গিদের হয়ে ব্যাট ধরেছিল। আমরা তার জবাব দিয়েছি। আমাদের কোনও সেনাঘাঁটিই ক্ষতিগ্রস্ত হয়নি। ভারতীয় বায়ু সুরক্ষা ব্যবস্থা এমন ভাবে সাজানো হয়েছিল যাতে কোনও না কোনও স্তরে পাকিস্তানের দিক থেকে আসা হামলা প্রতিরোধ করা যায়।