বিহারের মুখ্যমন্ত্রী এবং জনতা দলের (ইউনাইটেড) প্রধান নীতীশ কুমারকে ইন্ডিয়া জোটে যোগ দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) সুপ্রিমো লালুপ্রসাদ যাদব। সেই প্রস্তাব প্রত্যাখ্যান করলেন নীতীশ কুমার। তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, জেডিইউ বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটেই থাকবে। একইসঙ্গে তৎকালীন লালু প্রসাদের সরকারের তীব্র সমালোচনা করেন।
আরও পড়ুন: দরজা খুলে রেখেছেন লালু, শুনে একগাল হাসলেন নীতীশ! পাত্তা দিতে নারাজ তেজস্বী
নীতীশ বলেন, ‘আমরা (জেডিইউ) ভুল করে দু'বার ভুল পথে চলে গিয়েছিলাম। এখন, আমরা সবসময় এনডিএয়ের সঙ্গে থাকব এবং উন্নয়নমূলক কাজে মনোনিবেশ করব।’ লালুপ্রসাদ যাদব সম্প্রতি একটি সাক্ষাৎকারে বলেছিলেন, ‘আমাদের দরজা নীতীশ কুমারের জন্য খোলা। তাঁরও উচিত দরজা খুলে রাখা। এতে উভয় পক্ষের যাতায়াত সহজ হবে।’ তারপরেই নীতিশ কুমারের এমন বক্তব্য সামনে এসেছে। মুখ্যমন্ত্রী ২০০৫ সাল থেকে বিহারের উন্নয়নে তাঁর দলের ভূমিকা তুলে ধরে বিজেপি নেতৃত্বাধীন এনডিএয়ের প্রতি নিজের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
লালুপ্রসাদের তৎকালীন সরকারের সমালোচনা করে নীতীশ বলেন, ‘২০০৫ সালের আগে বিহারের অবস্থা খুব খারাপ ছিল। সন্ধ্যার পর মানুষ ঘর থেকে বের হতে ভয় পেত। হাসপাতালে চিকিৎসার উপযুক্ত ব্যবস্থা ছিল না। রাস্তাঘাট জরাজীর্ণ ছিল। শিক্ষার অবস্থা ভালো ছিল না। রাজ্যে প্রায়ই সাম্প্রদায়িক হিংসার খবর পাওয়া যেত।’ উল্লেখ্য, জেডিইউ লোকসভায় ১২ জন সাংসদ রয়েছে। এনডিএয়ের সরকার গঠনের ক্ষেত্রে নীতীশের দলের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কারণ সংসদের নিম্নকক্ষে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি।