আর প্রায় দুই সপ্তাহ পরেই পেশ হবে আগামী অর্থবর্ষের বাজেট প্রস্তাবনা। তার আগে বিভিন্ন বিষয়ে প্রত্যাশা বাড়ছে সাধারণ মানুষের। বিশেষ করে বিভিন্ন ক্ষেত্রে ছাড় পাওয়ার জন্য মুখিয়ে রয়েছে মধ্যবিত্ত। এই আবহে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন রবিবার একটি অনুষ্ঠানে বললেন যে মধ্যবিত্ত পরিবারের সদস্য। তিনি দাবি করেন, দেশের মধ্যবিত্তের ওপর যে চাপ রয়েছে, সেই বিষয়ে খুব ভালভাবে অবগত তিনি। এই পরিস্থিতিতে রবিবার অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ভরসা দেওয়ার চেষ্টা করেন যে সাধারণ জনগণ, রাজ্য সরকার এবং আর্থিক প্রতিষ্ঠানগুলির প্রত্যাশা পূরণ করার চেষ্টা করবেন তিনি। (আরও পড়ুন: NCP সাংসদ সুপ্রিয়ার শাড়িতে লাগল আগুন, এরপর কী করলেন শরদ কন্যা? ভাইরাল ভিডিয়ো)
আরএসএস-এর সঙ্গে যুক্ত সাপ্তাহিক পত্রিকা 'পাঞ্চজন্য'-এর একটি অনুষ্ঠানে অংশ নিয়ে গতকাল অর্থমন্ত্রী বলেন, তিনি নিজেকে মধ্যবিত্ত মনে করেন, তাই তিনি আম জনতার কষ্টের বিষয়টা বোঝেন। পাশাপাশি তিনি মনে করিয়ে দেন যে বর্তমান মোদী সরকার মধ্যবিত্তের ওপর নতুন কোনও কর আরোপ করেনি। তিনি আরও বলেন যে ৫ লক্ষ টাকা পর্যন্ত আয়কে আয়কর থেকে মুক্ত করা হয়েছে। সীতারামন বলেন যে সরকার সরাসরি মানুষের হাতে টাকা না দিলেও দেশের ২৭টি শহরে মেট্রো রেল নেটওয়ার্ক তৈরি করছে এবং ১০০টি স্মার্ট শহর বানানোর মতো বেশ কিছু পদক্ষেপ করেছে। তাঁর মতে, এই সব উন্নয়নমূলক প্রকল্পের কারণে ব্যবসা করা আরও সহজ হবে। অর্থমন্ত্রী আশ্বস্ত করেছেন যে সরকার মধ্যবিত্তের সমস্যাগুলি খুব ভালো ভাবে বোঝে। তিনি দাবি করেন, সরকার তাদের জন্য অনেক কিছু করেছে এবং করবে।
সীতারামন বলেন যে ২০২০ সাল থেকে প্রতিটি বাজেটেই মূলধন ব্যয় বাড়াচ্ছে সরকার। তিনি বলেন যে বর্তমান আর্থিক বছরের জন্য বাজেট মূলধন ব্যয় ৩৫ শতাংশ বৃদ্ধি করে ৭.৫ লক্ষ কোটি টাকা হয়েছে। তিনি জানান, এর কারণে অর্থনীতির ওপর ইতিবাচক প্রভাব পড়ে। তিনি বলেন, ব্যাঙ্কিং সেক্টরের জন্য সরকারের চারটি কৌশল রয়েছে - স্বীকৃতি, পুনঃপুঁজিকরণ, রেজোলিউশন এবং সংস্কার। সরকারি খাতের ব্যাঙ্কগুলির অবস্থা পুনরুদ্ধারে সহায়তা করেছে এই নীতি৷ এর কারণে, নন-পারফর্মিং অ্যাসেটের (এনপিএ) পরিমাণ কমেছে এবং সরকারি ব্যাঙ্কগুলির আর্থিক স্বাস্থ্যের উন্নতি হয়েছে। নির্মলা জানান, সরকারি ব্যাঙ্কগুলিকে সাহায্য করতে ২.১১ লক্ষ কোটি টাকার পুনঃপুঁজিকরণ কর্মসূচি বাস্তবায়ন করে সরকার। সীতারামন কৃষকদের সম্পর্কে বলেন, সরকার তাদের আয় দ্বিগুণ করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং এই নিয়ে বেশ কয়েকটি পদক্ষেপ করেছে।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক