এসপিজির তরফে অনুরোধ করা হয়েছিল যাতে তিনটি বিশেষ ধরনের গাড়ি যেটা ডিজেলে চলে তার রেজিস্ট্রেশন যাতে আরও বেশিদিন বৃদ্ধি করা হয়। কিন্তু ন্যাশানাল গ্রিন ট্রাইবুনাল এই অনুরোধকে প্রত্যাখান করেছে। এই তিনটি গাড়িই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কনভয়ের অন্তর্গত বলে খবর।
এদিকে এসপিজি ভারতের প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকে। গত ২২ মার্চ তিনটি বিশেষ ধরনের গাড়ির রেজিস্ট্রেশন আরও কয়েক বছর বৃদ্ধির জন্য় অনুরোধ করেছিল। এই তিনটি গাড়ি প্রধানমন্ত্রীর কনভয়ে ব্যবহার করা হয়। এসপিজি এই তিনটি গাড়ির রেজিস্ট্রেশন ৫ বছর পর্যন্ত বৃদ্ধির ব্যাপারে অনুরোধ করেছে। তবে এই অনুরোধ এখনও মানা হয়নি বলে খবর। কার্যত খারিজ করে দেওয়া হয় এই অনুরোধ।
এদিকে ২০১৪ সাল থেকে প্রধানমন্ত্রী কনভয়ে এই ধরনের গাড়ি ব্যবহার করা হয়। এই গাড়ি সেভাবে তৈরিও করা হয় না। নির্দিষ্ট কিছু কনভয়ে বিশেষ সুরক্ষার জন্য় এই ধরনের গাড়ি ব্যবহার করা হয়। এগুলি হল Renault MD-5 মডেলের গাড়ি। ২০১৩ সালে এগুলি তৈরি করা হয়েছিল। ২০১৪ সালের ডিসেম্বর মাসে এই গাড়িগুলির রেজিস্ট্রেশন করা হয়েছিল। এই গাড়িগুলি যথাক্রমে প্রায় ৬০০০ কিমি, ৯৫০০ কিমি ও ১৫,০০০ কিমি সফর করেছিল। খবর টাইমস অফ ইন্ডিয়া সূত্রে।