উপ-রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইস্তফা দিয়েছেন জগদীপ ধনখড়। সেই পরিস্থিতিতে মণিপুরের রাজ্যপাল এল গণেশনকে পশ্চিমবঙ্গের বাড়তি দায়িত্ব দেওয়া হল। আপাতত এল গণেশন পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে কাজ সামলাবেন।
উপ-রাষ্ট্রপতি নির্বাচনের জন্য শনিবার ধনখড়কে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট। সেজন্য রবিবার পশ্চিমবঙ্গের রাজ্যপালের পদ থেকে ইস্তফা দেন ধনখড়। সোমবার উপ-রাষ্ট্রপতি নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেবেন। সেই পরিস্থিতিতে আশপাশের কোনও রাজ্যের রাজ্যপালকেই পশ্চিমবঙ্গের দায়িত্ব দেওয়া হবে বলে জল্পনা চলছিল।
সেইমতো রবিবার রাতের দিকে রাষ্ট্রপতি ভবনের তরফে জানানো হয়েছে, আপাতত পশ্চিমবঙ্গের দায়িত্ব সামলাবেন মণিপুরের রাজ্যপাল। একাংশের ধারণা, সোমবার রাষ্ট্রপতি নির্বাচন এবং ৬ অগস্ট উপ-রাষ্ট্রপতি নির্বাচন পর্ব মিটে গেলে পশ্চিমবঙ্গের রাজ্যপাল কে হবেন, তাতে সিলমোহর পড়বে। তবে বিষয়টি নিয়ে সরকারিভাবে কিছু ডানানো হয়নি।