
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
প্রায় সাত ঘণ্টা চলল জিজ্ঞাসাবাদ। তারপর আর্থিক তছরুপের মামলায় গ্রেফতার করা হল মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিককে। যে মামলায় দাউদ ইব্রাহিমের ভাইয়ের নাম জড়িয়েছে।যদিও গ্রেফতারির পর এনসিপি নেতা বলেন, ‘ঝুঁকব না। ভয় পান না। সকলের সত্যিটা তুলে ধরব।’
এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) সূত্র উদ্ধৃত সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, একটি জমি কেনাবেচা নিয়ে নবাবকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। যে মামলায় দাউদের ভাই ইকবাল কাসকরের যোগ আছে। বুধবার সকালে মহারাষ্ট্রের মন্ত্রীকে সমন পাঠানো হয়। কিছুক্ষণ পর মুম্বইয়ে ইডির কার্যালয়ে আসেন। আর্থিক তছরুপ বিরোধী মামলায় তাঁর বয়ান রেকর্ড করা হয়। সেখানে প্রায় সাত ঘণ্টা জিজ্ঞাসাবাদ পর্ব চলে। তারপর তাঁকে গ্রেফতার করা হয়। ইডির সূত্রকে উদ্ধৃত করে এএনআই জানিয়েছে, জিজ্ঞাসাবাদের সময় সহযোগিতা করছিলেন না নবাব। সেজন্য তাঁকে গ্রেফতার করা হয়েছে।
যদিও যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছেন মহারাষ্ট্রের মন্ত্রী। যিনি বিজেপির তীব্র সমালোচক। হামেশাই বিজেপির বিরুদ্ধে মুখ খোলেন। দক্ষিণ মুম্বইয়ে ইডির কার্যালয় থেকে বেরিয়ে আসার সময় ৬২ বছরের নবাব চিত্কার করে বলতে থাকেন, ‘ঝুঁকব না। ভয় পান না। সকলের সত্যিটা তুলে ধরব।’ আপাতত শারীরিক পরীক্ষার জন্য তাঁকে নিয়ে যাওয়া হয়েছে।
উল্লেখ্য, সেই আর্থিক তছরুপ মামলায় গত সপ্তাহে মুম্বইয়ের দাউদের বোন হাসিনা পারকারের বাড়িতে তল্লাশি চালায় ইডি। নাগপাডায় আরও ১০ টি জায়গায় তল্লাশি চালানো হয়। যেগুলির সঙ্গে হাসিনার যোগ আছে। পাশাপাশি হাসিনার ছেলে এবং ছোটা শাকিলের ডানহাত সেলিম কুরেশিকেও জেরা করেছিল কেন্দ্রীয় সংস্থা।
৳7,777 IPL 2025 Sports Bonus