৭ বার আহার। বিদেশি শৌখিন চা থেকে দামি দামি ফল, সবজি, স্যালাড- কিছুই বাদ নেই সিধুর জেলের ডায়েট চার্টে। দেখুন জেলে সারাদিন কী খাবেন সিধু।
Ad
প্রতীকী ছবি; টুইটার
সকালে এক কাপ রোজমেরি চা। ঘুমের আগে ক্যামোমাইল চা। সারাদিন ধরে দামি দামি ফল এবং সবজির রস। রুটিও সাধারণ আটার নয়। মাল্টিগ্রেইন আটা। জেলে এমনই আয়োজন নভজ্যোত সিং সিধুর জন্য। ডাক্তারদের সুপারিশ মেনে রীতিমতো এলাহি আয়োজন করা হয়েছে পঞ্জাব কংগ্রেসের প্রাক্তন প্রধানের খাওয়াদাওয়ার।
সিধু এর আগে শুক্রবার পাতিয়ালার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের (সিজেএম) আদালতে আবেদন করেছিলেন। প্রায় ৩৪ বছরের মামলায় আত্মসমর্পণ করেছিলেন তিনি। সেই সঙ্গে তাঁর স্বাস্থ্যের কারণে বাড়ি থেকে বিশেষ খাবারের ব্যবস্থার অনুমতি চেয়েছিলেন।
প্যানেলে ছিলেন নামজাদা চিকিত্সক ও পুষ্টিবিদরা। তাঁরা সিধুর জন্য দিনে সাতবার আহারের সুপারিশ করেন। সেই মতো একটি ডায়েট চার্ট বানানো হয়।
জেলের এক আধিকারিক একে 'সাত তারা হোটেলের মেনু' হিসাবে অভিহিত করেছেন। 'আমি ও আমার সহকর্মীরা, জীবনে অ্যাভোকাডো খাইনি। এদিকে ডায়েট চার্টে এমনই সব ফলের সুপারিশ করা হয়েছে। জেলবন্দির এমন ডায়েট কখনও শুনিনি,' নাম প্রকাশ না করার শর্তে জানান তিনি।