কথা ছিল, শনিবার নরেন্দ্র মোদী হিমাচল প্রদেশের মান্ডিতে গিয়ে, নির্বাচনী প্রচারে যোগ দেবেন বিজেপির মঞ্চ থেকে। তবে হিমাচল প্রদেশের খারাপ আবহাওয়ার জন্য তা হয়নি। ফলত, অনলাইনেই ভার্চুয়াল সভা থেকে হিমাচল প্রদেশের বিধানসভা ভোটের রণ দামামা বাজিয়ে দিলেন মোদী। বললেন, ‘অস্থায়ী সরকারগুলি দেশের ভাবমূর্তি খারাপ করছে।’
মোদীর সভা ঘিরে হিমাচল প্রদেশের মান্ডিতে বড়সড় আয়োজন করেছিল বিজেপি। তবে বাধ সেধেছে আবহাওয়া। এদিন অনলাইনে সভায় বক্তব্য রাখার সময় নরেন্দ্র মোদী বলেন, ‘আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি ওখানে পৌঁছতে পারিনি খারাপ আবহাওয়ার জন্য। আমি সব সময়ই উৎসাহী থাকি আমার সেকেন্ড হোম হিমাচল প্রদেশে যাওয়ার জন্য। সেই সুযোগ হাত ছাড়া হতেই আমার খারাপ লাগছে। তবে আগামী দিনে আমি যাব।’ পড়ুন অন্যরকমের খবর- ঘুমের সময় কোন পজিশনে শুলে ব্যথা, বেদনা কম হয়, শরীর থাকে চাঙ্গা? কিছু টিপস একনজরে
স্বাধীনতা সংগ্রাম থেকে কার্গিল যুদ্ধে হিমাচল প্রদেশের যুব সম্প্রদায়ের অবদানের কথা স্মরণ করেন এদিন মোদী। এরসঙ্গেই ভোট নিয়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ‘বহু যুগ ধরে আমাদের দেশে জোটের সরকার তৈরি হয়েছে, আর তারা অস্থায়ী থেকেছে। তাতে শুধু দেশের মধ্যে নয়, দেশের বাইরের মানুষের মধ্যেও সন্দেহ তৈরি হয়েছে। কেউ ভারতকে বিশ্বাস করতে চায়নি। ’
এই প্রসঙ্গক্রমে মোদী বলেন, ‘২০১৪ সালে মানুষ সংখ্যাগরিষ্ঠের সরকার গড়েছে। এটা ২০১৯ সালেও হয়েছে। যার ফলে স্থায়ী সরকার এসেছে। তাতে নীতি নির্ধারণে সুবিধা হয়েছে। বিশ্বেস বিশ্বাস আমরা পেয়েছি।’ এই প্রসঙ্গে তিনি উত্তরাখণ্ড ও উত্তরপ্রদেশের সরকারের প্রসঙ্গ তুলে স্থায়ী সরকারের পক্ষে সওয়াল করেন। যার হাত ধরে তিনি কার্যত ভোটের রণ হুঙ্কার ঘোষণা করলেন বলে মনে করা হচ্ছে।