বাংলা নিউজ > বিষয় > Himachal pradesh assembly election
Himachal pradesh assembly election
Live update of Himachal election result 2022, হিমাচল প্রদেশ ভোটের সর্বশেষ ফলাফলসেরা খবর
সেরা ভিডিয়ো

আর কয়েকদিন বাদেই হিমাচল প্রদেশে রয়েছে বিধানসভা ভোট। তার আগে সেখানে ভোটপর্ব ঘিরে ব্যাপক প্রচারে মত্ত সমস্ত দল। দেশের সব পার্টির তাবড় নেতারা হিমাচল প্রদেশে নিজের দলের সমর্থনে ভোট প্রচার করছেন। বুধবার সেখানে পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কনভয় সেখানে যাওয়ার সময় এক দৃশ্য নজর কাড়ে। এক ভিডিয়ো ক্লিপে দেখা যায়, মোদীর কনভয় দাঁড়িয়ে পড়ল আচমকা। আর তার সামনে দিয়ে চলে গেল একটি অ্যাম্বুলেন্স। জানা যায়, অ্যাম্বুলেন্সকে যেতে দেওয়ার জন্যই মোদীর কনভয় আটকে যায়। প্রধানমন্ত্রীর VVIP কনভয় তারপর এগিয়ে যায়। ততক্ষণে প্রধানমন্ত্রী গাড়ির ভিতর থেকে রাস্তায় দাঁড়ানো সকলকে হাত নেড়ে জানান অভ্যর্থনা।
সেরা ছবি

- হিমাচল প্রদেশের রাজ্যপালের কাছে এদিনই মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফার পত্র জমা দেন জয়রাম ঠাকুর। ততক্ষণে তাঁর মন্ত্রিসভার ৮ সেনাপতির পতন হয়েছে। যাঁরা হেরে গিয়েছেন তাঁদের মধ্যে রয়েছেন সুরেশ ভরদ্বাজ, রাকেশ পাঠানিয়া, যাঁদের ভোট কেন্দ্র রাতারাতি পরিবর্তন করা হয়েছে। উল্লেখ্য, ১২ জন মন্ত্রীর মধ্যে বিজেপির ৮ মন্ত্রীর হারই হিমাচলের ভোটে বিজেপিকে করুণ পরিস্থিতির দিকে ঠেলে দেয়।