অপেক্ষা শেষ। প্রাণপ্রতিষ্ঠা সম্পন্ন হয়েছে ভগবান শ্রী রামের। যে দিনটির জন্য কোটি কোটি দেশবাসী অপেক্ষা করছিলেন সেই দিনটি অতিবাহিত। ২২শে জানুয়ারি, ২০২৪-এ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাম লালার শ্রী বিগ্রহের অভিষেক অনুষ্ঠান সু-সম্পন্ন করেছেন। দুপুর ১২:৩০ টায় অনুষ্ঠিত হয়েছে প্রাণ প্রতিষ্টা। সেখানে দেশের ৪ হাজার সাধু-মহাত্মা এবং সমাজের ২৫০০ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মাত্র ৮৪ সেকেন্ডে ভগবান রামের প্রাণ প্রতিষ্ঠা সম্পন্ন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
কেন ২২শে জানুয়ারি দিনটিকেই রাম লালার পুজোর জন্য বেছে নেওয়া হয়েছে? তিন বছর আগে ৫ আগস্ট, ২০২০-এ যখন রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল।
- ২২ তারিখকেই কেন বেছে নেওয়া হয়েছিল?
প্রকৃতপক্ষে, মকর সংক্রান্তির সময়, ১৬ জানুয়ারি থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত তারিখগুলিকে শুভ বলে মনে করা হয়। মন্দির ট্রাস্টের ট্রাস্টি কামেশ্বর চৌপালের মতে, এর আগে ২৪ জানুয়ারি তারিখটিকে প্রাণ প্রতিষ্ঠার জন্য বেছে নেওয়া হয়েছিল। তবুও এ ক্ষেত্রে সবচেয়ে শুভ সময়ের বিষয়ে নিশ্চিয় করতে মন্দির ট্রাস্টের কোষাধ্যক্ষ স্বামী গোবিন্দ দেব গিরি সবচেয়ে শুভ সময় সম্পর্কে তথ্য পেতে কাশী এবং অন্যান্য মঠ ও মন্দিরের পণ্ডিত এবং আচার্যদের সাথে যোগাযোগ করেছিলেন।

প্রধানমন্ত্রী মোদী অযোধ্যায় এসেছিলেন
(Money Control Hindi )বলা হয়েছিল যে ভগবান শ্রীরাম অভিজিৎ যোগে জন্মগ্রহণ করেছিলেন। অন্যান্য তারিখে এই যোগ অল্প সময়ের জন্য ছিল। কিন্তু ২২ জানুয়ারি এই অভিজিৎ যোগ দীর্ঘ মেয়াদী। এমন পরিস্থিতিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে এই তারিখটি সবচেয়ে উপযুক্ত হবে ভগবান রামের প্রাণপ্রতিষ্ঠার জন্য।
- কেন রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনের শুভ সময় নিয়ে প্রশ্ন উঠেছে?
৫ অগাস্ট, ২০২০ তারিখে রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে যখন প্রধানমন্ত্রী মোদী অযোধ্যায় এসেছিলেন, তখন এই নিয়ে বিতর্কের পরিস্থিতি তৈরি হয়েছিল। প্রশ্ন তুলেছিলেন বারাণসীর সাধু ও জ্যোতিষীরা। জ্যোতিষপীঠ ও শারদাপীঠের জগদগুরু শঙ্করাচার্য বলেছিলেন, সূর্য দক্ষিণায়নে থাকাকালীন এই পুরো মুহূর্তটিকে অত্যন্ত অশুভ বলা হয়। তাঁদের দাবি, রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য ৫ আগস্ট বুধবার দুপুর ১২:০৫ মিনিটের সময়টি অত্যন্ত অশুভ। এই কারণেই সাধু ও জ্যোতিষীদের বিরোধিতার কথা মাথায় রেখে এবার মন্দির ট্রাস্ট কাশী ও অন্যান্য স্থানের মঠ ও মন্দিরগুলির সঙ্গে শুভ সময় নিয়ে আলোচনা করে তবেই চুড়ান্ত পদক্ষেপ নিয়েছেন।