বাংলা নিউজ > ঘরে বাইরে > Maruti Suzuki: চিপ মিলছে না, মারুতির গাড়ি ডেলিভারিতে আর কতদিন সমস্যা চলবে?
পরবর্তী খবর
Maruti Suzuki: চিপ মিলছে না, মারুতির গাড়ি ডেলিভারিতে আর কতদিন সমস্যা চলবে?
1 মিনিটে পড়ুন Updated: 05 Mar 2023, 09:20 PM ISTSatyen Pal
এই চিপের সংকটের জেরে গত অক্টোবর -ডিসেম্বর মাসে উৎপাদনের ক্ষেত্রে অন্তত ৪৬,০০০ ইউনিট গাড়ির উৎপাদনে ঘাটতি হয়েছে। পাশাপাশি আগামীদিনের উৎপাদনেও বড় প্রভাব পড়তে পারে।
মারুতি সুজুকির প্রতি অনেকেরই আকর্ষণ থাকে। প্রতীকী ছবি (PTI Photo/Atul Yadav)
মারুতি সুজুকির সেমিকন্ডাক্টর চিপের সংকট। আর আগামী বেশ কিছুদিন ধরে এই সমস্যা চলতে পারে বলে জানিয়ছে মারুতি সুজুকি। এর জেরে একাধিক মডেলের গাড়ি বাজারে আনার ক্ষেত্রে কিছু সমস্যা থেকেই যাচ্ছে। এর জেরে মারুতির ৩.৬৯ লাখ গাড়ির বুকিং বকেয়া থেকে গিয়েছে। তার মধ্যে Ertiga গাড়ির ক্ষেত্রে সেই সংখ্য়া দাঁড়িয়েছে প্রায় ৯৪,০০০।
মারুতির Grand Vitara, Brezza'র অর্ডার প্রায় যথাক্রমে ৩৭,০০০ ও ৬১,৫০০ ব্য়াকলগ থেকে গিয়েছে। Jimny, Fronx এর ক্ষেত্রে ২২,০০০ ও ১২,০০০ বুকিং মিলেছে।
এদিকে এই চিপের সংকটের জেরে গত অক্টোবর -ডিসেম্বর মাসে উৎপাদনের ক্ষেত্রে অন্তত ৪৬,০০০ ইউনিট গাড়ির উৎপাদনে ঘাটতি হয়েছে। পাশাপাশি আগামীদিনের উৎপাদনেও বড় প্রভাব পড়তে পারে। মারুতি সুজুকির ইন্ডিয়ার সিনিয়র এক্সিকিউটিভ অফিসার মার্কেটিং অ্য়ান্ড সেলস শশাঙ্ক শ্রীবাস্তব সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, সেমিকন্ডাক্টরের সংকটটা এখনও চলছে। তবে কবে পরিস্থিতি স্বাভাবিক হবে সেটা এখনই বলা যাচ্ছে না। কারণ সেগুলি বিশেষ পাওয়া যাচ্ছে না।
সার্বিকভাবে যাত্রী পরিবহণের জন্য় নিয়োজিত গাড়িগুলি সম্পর্কে তিনি জানিয়েছেন, এই আর্থিক বছরে অন্তত ৩৫.৫ লাখ ইউনিট গাড়ি বিক্রি হয়েছে। তার মানে মোটামুটি বোঝা যাচ্ছে ৩৮.৮ লাখ গাড়ি বিক্রি হবে এই আর্থিক বছরের শেষে। এই সংখ্যা এযাবৎকালের মধ্য়ে সবথেকে বেশি।