বাংলা নিউজ > ঘরে বাইরে > শিশুর সঙ্গে খেলার জন্য নিজের ছানাকে নিয়ে এল মা বিড়াল, দেখুন মিষ্টি ভিডিয়ো
বাড়ির পোষ্যদের ভালবাসলে ও সঠিকভাবে বড় করলে তারা পরিবারেরই অংশ হয়ে যায়। পোষ্যদের এই ভালবাসা নিঃশর্ত ও মধুর। মানুষ আর পোষ্যর মধ্যে সম্পর্কের এমনই মিষ্টি ভিডিয়ো ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়।
মেঝেতে শুয়ে দুধের শিশু। একটি গোল বিছানার উপর নিশ্চিন্তে ঘুমোচ্ছে সে। আর তার সঙ্গেই খেলার জন্য নিজের ছানাকে নিয়ে এল একটি বিড়াল। এমনই সাধা লোমে ঢাকা পার্শিয়ান বিড়ালটির ছানা কিন্তু বেশ ছোট। গোলগাল চেহারার ওই ছানাকে শিশুর পাশে এনে রাখল মা বিড়াল।
তবে বিড়াল ছানা বড় ছটফটে। আর শিশুটিও ঘুমন্ত। তাই সে স্থির হয়ে বসল না। আশেপাশে ঘোরাঘুরি শুরু করল।
দেখুন সেই ভিডিয়ো:
এখনও পর্যন্ত রেডিটে ৭৩ হাজার আপভোট পড়েছে ভিডিয়োটিতে। কেমন লাগল এই ভিডিয়ো? আপনারও কী পোষ্যের সঙ্গে কোনও মধুর স্মৃতির ছবি রয়েছে? কমেন্টে শেয়ার করুন আমাদের সঙ্গে।
পরবর্তী খবর