মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী বক্তব্য রাখার জন্য মঞ্চে পৌঁছন। তিনি সেখানে উপস্থিত সমস্ত বিধায়ক ও সাংসদদের স্বাগত জানাতে শুরু করেন। কংগ্রেস বিধায়কের নাম আসার সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী প্রশ্ন করেন, ‘ওমকার সিং মারকাম জি কোথায়?’
মোহন যাদব
একটি অনুষ্ঠানে প্রকাশ্যে টানা ৪ বারের কংগ্রেস বিধায়ককে নিজের দলে যোগ দেওয়ার আমন্ত্রণ জানালেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী। কংগ্রেস বিধায়ক ওমকার সিং মারকামকে তিনি ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগদানের জন্য আমন্ত্রণ জানান। এ নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে মধ্যপ্রদেশের রাজ্য রাজনীতিতে। যদিও তখনই জল্পনার অবসান ঘটিয়ে নিজের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন কংগ্রেস বিধায়ক।
জবলপুরে একটি অনুষ্ঠানে বিভিন্ন দলের জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সেখানেই মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী বক্তব্য রাখার জন্য মঞ্চে পৌঁছন। তিনি সেখানে উপস্থিত সমস্ত বিধায়ক ও সাংসদদের স্বাগত জানাতে শুরু করেন। কংগ্রেস বিধায়কের নাম আসার সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী প্রশ্ন করেন, ‘ওমকার সিং মারকাম জি কোথায়?’ মারকাম তখন উঠে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী ব্যঙ্গাত্মক সুরে বলেন, ‘ওমকার জি আপনি ভুল জায়গায় বসে আছেন। দয়া করে আমাদের সঙ্গে আসুন।’ যদিও সেই সময় কংগ্রেস বিধায়ক কিছু না বলে শুধু হাসেন। তবে অনুষ্ঠান শেষ হওয়ার পর কংগ্রেস বিধায়ককে মুখ্যমন্ত্রীর প্রস্তাব নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমি শুধু বলব মুখ্যমন্ত্রীর মধ্যপ্রদেশের উন্নয়নে মনোনিবেশ করা উচিত এবং আমাকে নিয়ে চিন্তা না করার প্রয়োজন নেই।’