শচিন সাইনি
রাজস্থান জুড়ে ক্রমেই ছড়িয়ে পড়ছে Lumpy Skin disease। অন্তত হাজার চারেক গরু সহ অন্যান্য প্রাণী মারা গিয়েছে এই রোগে। রাজস্থানে ১৬টি জেলায় ছড়িয়ে পড়েছে এই রোগ। অন্তত লাখখানের প্রাণী আক্রান্ত এই রোগে।
যোধপুর ও নাগপুর থেকে জাতীয়স্তরের টিম এনিয়ে নমুনা সংগ্রহও শুরু করেছে। রাজস্থানের গঙ্গানগরে সবথেকে বেশি ৮৪০টি গরুর মৃত্যু হয়েছে এই রোগে। কীভাবে ছড়ায় এই রোগ?
মূলত রক্তচোষা পতঙ্গের মাধ্যমে এই রোগ ছড়ায়। দুষিত খাবার ও জলের মধ্যেও এই রোগ ছড়ায়। গরুর শরীরের বিভিন্ন জায়গায় ফুলে যায়। দুধেরও ঘাটতি শুরু হয়ে যায়। খেতে পারে না। প্রচন্ড জ্বর আসতে থাকে। ধীরে মৃত্যুর দিকে ঢলে পড়ে ওই গরুটি। এই রোগের মৃত্যুর হার ১.৫ শতাংশ।
রাজস্থানে সব মিলিয়ে প্রায় ১.৪ কোটি গরু রয়েছে। মুখ্যসচিব উষা শর্মা জানিয়েছেন, আজমের, বিকানির, যোধপুরে চিকিৎসার জন্য ৮-১২ লাখ টাকার বাজেট ঠিক হয়েছে। বাকি জেলাগুলির জন্য ২ থেকে ৮ লাখ টাকা বাজেট ধরা হয়েছে।