আজ থেকে শুরু হল সংসদের শীতকালীন অধিবেশন। আর এই অধিবেশন থেকেই লোকসভার সাংসদদের জন্য শুরু করা হল এক নয়া ব্যবস্থাপনা। এবার থেকে লোকসভার সাংসদরা চাইলে একটি ডিজিট্যাল পেন ও একটি ইলেক্ট্রনিক ট্যাব ব্যবহার করেও নিজেদের উপস্থিতি নথিভুক্ত করতে পারবেন।
পিটিআই সূত্রে প্রকাশিত খবর অনুসারে, অধ্যক্ষ ওম বিড়লা সংসদের যাবতীয় কার্যাবলী ক্রমে 'পেপারলেস' করার পক্ষে উদ্যোগী হয়েছেন। সেই উদ্যোগের ফলস্বরূপ এই নয়া ব্যবস্থাপনা চালু হল আজ থেকে।
এবার থেকে যত দিন লোকসভার অধিবেশন চলবে, তত দিনই লোকসভার চেম্বারের লবিতে থাকা চারটি কাউন্টারে ইলেক্ট্রনিক ট্যাব রাখা থাকবে। সাংসদরা চাইলে সেই ট্যাবগুলি ব্যবহার করেও নিজেদের উপস্থিতি নথিভুক্ত করতে পারবেন।
লোকসভার সচিবালয়ের তরফে এই প্রসঙ্গে জানানো হয়েছে, ট্যাবের পাশাপাশি একইসঙ্গে 'এই কাউন্টারগুলিতে ফিজিক্যাল অ্যাটেনড্যান্স রেজিস্টারগুলিও রাখা থাকবে। যদিও সাংসদদের উৎসাহ দেওয়া হবে, যাতে তাঁরা নয়া পরিষেবা ব্যবহার করেন। কারণ, তাহলে সংসদকে ক্রমশ পেপারলেস করে তোলা সহজ হবে।'
সংবাদ সংস্থা পিটিআই-কে সংশ্লিষ্ট আধিকারিকরা জানিয়েছেন, লোকসভার সদস্যদের প্রথমে ট্যাবের ড্রপ-ডাউন মেনু থেকে নিজেদের নাম খুঁজে তা সিলেক্ট করতে হবে। তারপর ডিজিট্যাল পেনের সাহায্যে নির্দিষ্ট জায়গায় স্বাক্ষর করতে হবে। সবশেষে 'সাবমিট' বাটন ক্লিক করতে হবে। তাহলেই উপস্থিতি নথিভুক্ত হয়ে যাবে।
সাংসদদের প্রযুক্তিগত সহযোগিতা প্রদান করার জন্য প্রত্যেকটি কাউন্টারেই, ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার থেকে আসা একজন করে ইঞ্জিনিয়র উপস্থিত থাকবেন।
সংসদের অধিবেশন চলাকালীন সাংসদরা যাতে তাঁদের দৈনিক ভাতা পেতে পারেন, তার জন্য প্রতিদিনের উপস্থিতি নথিভুক্ত করতে হয়। এর আগে একটি মোবাইল অ্যাপের মাধ্যমে লোকসভার সাংসদরা তাঁদের উপস্থিতি নথিভুক্ত করতেন।
প্রসঙ্গত, আজ থেকে শুরু হওয়া সংসদের শীতকালীন অধিবেশন চলবে আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত। এই অধিবেশনে ওয়াকফ সংশোধনী বিল-সহ মোট ১৬টি বিল নিয়ে আলোচনা করা হবে।
আগামী ২৬ নভেম্বর 'সংবিধান দিবস' পালন উপলক্ষে লোকসভা এবং রাজ্যসভার অধিবেশন বন্ধ থাকবে।
এদিকে, শেষ পাওয়া খবর অনুসারে, শীতকালীন অধিবেশন শুরু হতে না হতেই আদানি ঘুষ কাণ্ডে উত্তপ্ত হয়ে ওঠে সংসদের দুই কক্ষ। যার জেরে আগামী বুধবার পর্যন্ত লোকসভা ও রাজ্যসভার অধিবেশন স্থগিত করে দেওয়া হয়।
সংশ্লিষ্ট সূত্রের দাবি, শুধুমাত্র আদানি ঘুষ কাণ্ড নয়, সেইসঙ্গে মণিপুর হিংসা নিয়েও এবারের অধিবেশনে সরকারের বিরুদ্ধে সুর চড়াবেন বিরোধীরা।