জমির বদলে চাকরি দুর্নীতি মামলায় এবার প্রাক্তন রেলমন্ত্রী লালু প্রসাদ যাদবকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। বুধবার পাটনায় কেন্দ্রীয় এজেন্সির দফতরে হাজির হন আরজেডি সুপ্রিমো। পাটনার ব্যাঙ্ক রোডে ইডির আঞ্চলিক কার্যালয়ের দিকে লালু প্রসাদের যাওয়া সময় আরজেডির বিপুল সংখ্যক কর্মী জমায়েত হয়েছিলেন। অসুস্থ সত্তরোর্ধ্ব নেতার নামে স্লোগানে মুখরিত হয়ে উঠে চারপাশ।
শুধু লালু একা নন, এই ‘দুর্নীতিতে নাম জড়িয়েছে তাঁর পরিবারের একাধিক সদস্য। মামলার তদন্তের স্বার্থে মঙ্গলবারই লালুর স্ত্রী তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ী দেবী এবং পুত্র তেজস্বী যাদবকে দীর্ঘক্ষণ জেরা করেন ইডি আধিকারিকেরা। দু’জনকে আলাদা আলাদা ঘরে বসিয়ে চলে জিজ্ঞাসাবাদ পর্ব। বুধবার পালা লালুর।জমির বদলে চাকরি দুর্নীতি মামলায় গত দুই বছরে এই নিয়ে দ্বিতীয়বার জিজ্ঞাসাবাদ করা হল রাবড়ী দেবীকে। আর তেজপ্রতাপকে প্রথমবার জিজ্ঞাসাবাদ করল ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, টানা আট ঘণ্টা ধরে চলা এই জিজ্ঞাসাবাদের পর্বে লালু-পত্নীকে অনেকগুলি প্রশ্ন করা হয়। কিছু প্রশ্নের উত্তর দিলেও এড়িয়ে গিয়েছেন অনেকগুলিই। তদন্তে বেশ কিছু নতুন তথ্য প্রকাশ্যে এসেছে। সেই তথ্যের ভিত্তিতে লালু এবং তাঁর পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে মনে করছেন তদন্তকারীরা।
সূত্রের খবর, অনেক প্রশ্নের মধ্যে সাতটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ ছিল। প্রথম প্রশ্নই ছিল, দিল্লির নিউ ফ্রেন্ডস কলোনির বাংলোটি কী ভাবে নিলেন? রাবড়ির কাছে জানতে চাওয়া হয় পাটনার সাগুনা মোড়ের বহুতলের জমি সম্পর্কেও। এই সব সম্পত্তি কেনার জন্য টাকা কোথা থেকে এসেছিল, তাও লালু-পত্নীর থেকে জানতে চান গোয়েন্দারা। সাগুনা মোড়ের জমি রাবড়ীর নামে। কী ভাবে সেই জমি পেলেন তিনি, সেই প্রশ্নও রাখা হয়েছিল। জমির বদলে যাঁদের রেলে চাকরি দেওয়া হয়েছিল, তাঁদের সঙ্গে কী ভাবে পরিচয় হয়, তাও জানতে চাওয়া হয়। প্রথম কবে তাঁদের সঙ্গে আলাপ হয় এবং কী ভাবে চেনাজানা হয়, সেই সম্পর্কেও তথ্য সংগ্রহ করার চেষ্টা করেন তদন্তকারীরা। তবে এই সব প্রশ্নের উত্তরে রাবড়ি কী বলেছেন তা জানা যায়নি।
অন্যদিকে, আরজেডি এই পদক্ষেপকে রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে দেখছে। দলের মুখপাত্ররা দাবি করেছেন, কেন্দ্রের বিজেপি সরকার বিরোধী দলগুলোকে দুর্বল করতে সিবিআই এবং ইডির মতো সংস্থাগুলোকে অপব্যবহার করছে। লালুর দ্বিতীয় কন্যা রোহিণী আচার্য সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেছেন, ‘যদি আমার বাবার কিছু হয়, তবে এর জন্য ইডি এবং সিবিআই দায়ী থাকবে। আমরা এই অবিচার ভুলব না।’