বাংলা নিউজ > ঘরে বাইরে > Khalistani Pannun Murder Plot Latest Update: সত্যি পান্নুন খুনের ছকে জড়িত এক ভারতীয়? এবার আমেরিকায় ভারতীয় তদন্তকারী দল
পরবর্তী খবর
মার্কিন নিবাসী খলিস্তানি জঙ্গি গুরপতবন্ত সিং পান্নুনকে হত্যার ছক কষার ঘটনায় মামলা চলছে এখ ভারতীয় নাগরিকের বিরুদ্ধে। এই ঘটনায় নাম জড়িয়েছে ভারতীয় উচ্চপদস্থ আধিকারিকদেরও। এই আবহে সেই সব অভিযোগের সত্যতা যাচাই করতে মার্কিন মুলুকে পৌঁছে গেল ভারতীয় তদন্তকারী দল। রিপোর্ট অনুযায়ী, পান্নুন হত্যাকাণ্ডে ভারতীয় এজেন্টের জড়িত থাকার অভিযোগ তুলেছিল ওয়াশিংটন ডিসি। এই আবহে মার্কিন রাজধানীতে গিয়ে সেই অভিযোগের বিষয়ে খতিয়ে দেখতে চলেছে ভারতীয় দল। উল্লেখ্য, ভারতে ইতিমধ্যেই নিষিদ্ধ গুরপতবন্তের 'সিখস ফর জাস্টিস'। (আরও পড়ুন: কেন ভারতের সঙ্গে সম্পর্কে চিড় ধরল কানাডার? আরও গুরুতর অভিযোগ খোদ ট্রুডোর)