প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি ভ্যাকসিন সার্টিফিকেট থেকে বাদ দেওয়ার জন্য কেরল হাইকোর্টে আবেদন করে জনস্বার্থ মামলা হয়েছিল। সেই আবেদন মঙ্গলবার বাতিল করে দিল কেরল হাইকোর্ট। পাশাপাশি আবেদনকারীর উপর ১ লক্ষ টাকা জরিমানা আরোপ করেছে কেরল হাইকোর্ট। বিচারপতি পিভি কুনহিকৃষ্ণানের সিঙ্গল বেঞ্চ এদিন জানিয়েছে, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে ও অন্তঃসারশূণ্য এই আবেদন করা হয়েছিল। পাশাপাশি আদালত জানিয়েছে, যদি আবেদনকারী পিটার মিয়ালাপরামভিল এই জরিমানা না দিতে পারেন তবে তাঁর বিরুদ্ধে কেরল স্টেট লিগাল সার্ভিস অথরিটি রাজস্ব আদায়ের প্রক্রিয়া শুরু করতে পারে।আদালত সাফ জানিয়ে দিয়েছে, ওই ব্যক্তি আদালতের মূল্যবান সময় নষ্ট করেছেন। এই ধরণের অন্তঃসারশূণ্য আবেদন নিয়ে যাঁরা আসবেন, তাঁদের কাছেও কড়া বার্তা দিতে চেয়েছে আদালত। আদালতের পর্যবেক্ষণ, এটা একটা তুচ্ছ আবেদন। আমার প্রবল সন্দেহ রয়েছে একটি রাজনৈতিক উদ্দেশ্য়ে ওই আবেদন করা হয়েছিল। সেকারণে এই মামলাকে বাতিল করা হয়েছে। অন্যদিকে আদালত জানিয়েছে, নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী, তিনি কোনও রাজনৈতিক দলের প্রধানমন্ত্রী নন। এই ধরণের আবেদন দেশের কোনও নাগরিকদের কাছে প্রত্যাশিত নয়। পাশাপাশি আদালতের পর্যবেক্ষণ, বর্তমানে প্রচুর ফৌজদারি ও দেওয়ানি মামলা আদালতে পড়ে রয়েছে। সেই সময়ে এই ধরনের আবেদন করে আদালতের সময় নষ্ট করাটা ঠিক নয়। এই আবেদন প্রত্যাহার করার জন্য আদালত প্রচুর সময় দিয়েছিল। কিন্তু তিনি তা করেননি। এদিকে আগেই আদালত জানিয়েছিল, প্রধানমন্ত্রীকে নিয়ে আপনার এত লজ্জা কেন? ১০০ কোটি দেশবাসীর আপত্তি নেই, আপনার আপত্তি কেন?