
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
দীর্ঘ তিন বছর পরে জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পিডিপি নেত্রী মেহেবুবা মুফতিকে পাসপোর্ট দেওয়া হল। গত মার্চ মাসে দিল্লি হাইকোর্ট এনিয়ে নির্দেশ দিয়েছিল। তিন মাসের মধ্যে এই সিদ্ধান্ত নেওয়ার জন্য় বলেছিল আদালত। ডেডলাইন শেষ হওয়ার আগেই হাতে পেলেন পাসপোর্ট।
২০১৯ সালে মেহেবুবা মুফতির পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গিয়েছে। ২০২০ সালে তিনি পুননর্বীকরণের জন্য় আবেদন করেছিলেন। কাশ্মীরের বিশেষ মর্যাদা চলে যাওয়ার পরেই তিনি এই আবেদন করেন। তিনি জানিয়েছেন আমার আর আমার ৮০ বছর বয়সি মায়ের পাসপোর্ট দেওয়া হচ্ছে না। সিআইডির রিপোর্ট অনুসারে এসব করা হচ্ছে। কারণ দুজনে মক্কা যেতে চেয়েছিলেন।
মেহেবুবার মেয়ে ইলতিজা মুফতি জানিয়েছেন, তিন বছর পরে মা পাসপোর্ট পেয়েছে। ২০২০ সালে মা পাসপোর্টের জন্য আবেদন করেছিল। দিল্লি হাইকোর্টের রায়ের ডেডলাইন পার হওয়ার আগে এই পাসপোর্ট দেওয়া হয়েছে। ঠাকুমার পাসপোর্ট ও দেওয়া হয়েছে। এবার আমার পাসপোর্টটা রেগুলার করা বাকি রয়েছে।
এদিকে গত মার্চ মাসে দিল্লি হাইকোর্ট জানিয়েছিল, তিন মাসের মধ্য়ে মুফতির ভ্রমণ সংক্রান্ত নথি খতিয়ে দেখে পাসপোর্টের ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। পাসপোর্ট কর্তৃপক্ষকে এটা জানানো হয়েছিল।
এদিকে গত ফেব্রুয়ারি মাসে মুফতি কেন্দ্রীয় বিদেশমন্ত্রীর কাছে জানিয়েছিলেন, গত তিন বছরে আমার আর মায়ের পাসপোর্টের বিষয়টি নিয়ে টালবাহানা করা হচ্ছে। সিআইডি বলছে আমাকে আর মাকে পাসপোর্ট দিলে নাকি জাতীয় সুরক্ষায় বিপদ হয়ে যাবে। এটা কাশ্মীরে একটা অলিখিত নিয়ম। জাতীয় সুরক্ষার নাম করে বহু পড়ুয়া, সাংবাদিককে পাসপোর্ট দেওয়া হয় না।
এদিকে মুফতির মেয়েকেও কেবলমাত্র দু বছরের মেয়াদের পাসপোর্ট দেওয়া হয়েছে। তিনি কেবলমাত্র আরব আমিরশাহিতে যেতে পারবেন। অন্য কোথাও নয়। ইলতিজা এনিয়ে আদালতে গিয়েছিলেন। দিন দুয়েকের মধ্য়ে সেই মামলার শুনানি হবে। তিনি জানিয়েছেন, মায়েরা তীর্থ করতে যেতে চান। আগামী নভেম্বর মাসে মা আর ঠাকুমা সৌদি আরবে যাবেন বলে ঠিক করেছেন।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports