সামনেই কর্ণাটকে ভোট। মে মাসের শুরুতেই কর্ণাটকে রণদামামা বাজতে চলেছে। তার মাঝে জেডিএস নেতা তথা কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী অসুস্থ হয়ে পড়েছেন। তাঁকে তড়িঘড়ি ভর্তি করা হয়েছে হাসপাতালে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তিনি শারীরিকভাবে স্থিতিশীল।
৬৩ বছর বয়সী এইচডি কুমারস্বামীর হাসপাতালে ভর্তি হওয়ার খবরে চাঞ্চল্য ছড়িয়েছে ভোটমুখী কর্ণাটকে। উল্লেখ্য, দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবেগৌড়ার ছেলে এইচডি কুমারস্বামী। এই যুব নেতার অসুস্থতার খবরে স্বভাবতই ভোটমুখী কর্ণাটকে বেশ চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, গরমে প্রচারের চাপে সামান্য অসুস্থতা বোধ করেছিলেন কুমারস্বামী। বহু দিন ধরে তাঁর সফর কাজ চলার ফলে এই অসুস্থতা তিনি অনুভব করেন বলেও জানা গিয়েছে। জানা গিয়েছে, কুমারস্বামী বহুদিন ধরে জ্বরে ভুগছিলেন। তাঁকে চিকিৎসকরা বিশ্রাম নিতে বলেছেন। বেঙ্গালুরুর মনিপাল হাসপাতালে ভর্তি রয়েছেন কুমারস্বামী। বাগিচা শহরের ওল্ড এয়ারপোর্ট রোডের মনিপাল হাসপাতালে ভর্তি রয়েছেন কুমারস্বামী। বিশিষ্ট চিকিৎসক ড. সত্যনারায়ণা মাইসোরের চিকিৎসার আওতাধীন রয়েছেন তিনি। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, তিনি ক্লান্তি ও দুর্বলতার নানান উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন হাসপাতালে।
( হাসপাতালে অসুস্থ অচৈতন্য বৃদ্ধাকে যৌন অত্যাচার ছেলের বন্ধুর! দেখে ফেলেন নার্স)
হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, কুমারস্বামীকে সুস্থ করে তুলতে সমস্ত উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। হাসপাতাল জানিয়েছে, কুমারস্বামী বর্তমানে ‘স্থিতিশীল’ রয়েছে। উল্লেখ্য, গত কয়েক মাস ধরে কর্ণাটকের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে যাচ্ছিলেন এইচডি কুমারস্বামী। তাঁর মেডিক্যাল পরিস্থিতি আগের থেকে অনেকটাই ভালোর দিকে গিয়েছে। উল্লেখ্য, কর্ণাটকে ভোট ১০ মে। এদিকে, কুমারস্বামী জানিয়েছেন, তাঁর সমর্থকদের যাতে তাঁরা এই নিয়ে বিব্রত বা চিন্তা না করেন। তিনি জানান, সামান্য বিশ্রামের পর তিনি ফের যোগ দেবেন ভোট প্রচারে।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক