এনভিএস ০২ স্যাটেলাইটকে সঙ্গে নিয়ে জিএসএলভি এফ ১৫ মহাশূন্যের পথে পাড়ি দেয়। তার সঙ্গেই লেখা হল আরও এক অধ্যায়। ভারতের মহাকাশ গবেষণার ইতিহাস ছুঁল আরও এক গর্বের মাইলস্টোন!
ইসরোর মহাকাশ গবেষণা বিজ্ঞানের রাস্তায় নতুন মাইলস্টোন। (ISRO via PTI Photo) (PTI01_29_2025_000226A)
আরও এক মাইলস্টোন ইসরোর। ভারতের মহাকাশ গবেষণা বিজ্ঞানের ইতিহাসে এক বড় অধ্যায় তৈরি করে ইসরো এবার তার ১০০ তম রকেট উৎক্ষেপণ করে ফেলল। অন্ধ্র প্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধওয়ান স্পেস সেন্টার থেকে এই রকেট উৎক্ষেপণ হয়। এদিন উৎক্ষেপণ হয় জিএসএলভি এফ ১৫-র।
এনভিএস ০২ স্যাটেলাইটকে সঙ্গে নিয়ে জিএসএলভি এফ ১৫ মহাশূন্যের পথে পাড়ি দেয়। আর তার সঙ্গেই ভারতের মহাকাশ গবেষণা বিজ্ঞান চর্চার ইতিহাস আরও এক মাইলস্টোনকে ছুঁয়ে ফেলল। বুধবার ভোরেই এই রকেট উৎক্ষেপণ হয়। মহাকাশ গবেষণার ক্ষেত্রে ইসরোর দাপুটে ইনিংসের আরও এক প্রতিফলন এই ঘটনা। রকেট আকাশের পথে যেতেই তার ভিডিয়ো পোস্ট করে ইসরো। যে পোস্টে লেখা ছিল, ‘এমন দৃশ্য আর হয় না!’ উচ্ছ্বাসের সুর চড়া করে সেখানে লেখা ছিল ‘ক্রমাগত অনুপ্রেরণা যোগাচ্ছে’ ভারতের মহাকাশ গবেষণা সংক্রান্ত নানান উদ্যোগ।
আজ, যে রকেট মহাকাশের পথে পাড়ি দিয়েছে, তা মহাশূন্যে এনভিএস ০২ স্যাটেলাইটকে রাখবে। এনভিএস ০২কে সফলভাবে মহাকাশে মোতায়েনের ঘটনা ভারতকে নানাবিধ উপকার দেবে। এতে বিদেশি নেভিগেশন সিস্টেমের ওপর ভারতের নির্ভরশীলতা কমতে পারে বলে মনে করা হচ্ছে। এছাড়াও অসামরিক ও সামরিক উভয় অ্যাপ্লিকেশনের জন্য নির্ভরযোগ্য ন্যাভিগেশন পরিষেবা প্রদান করতে পারবে এই স্যাটেলাইট। যা ভারতের নিরাপত্তার জন্য বড় দিক।