জ্যোতিষশাস্ত্র অনুসারে, শনিদেব ও সূর্যদেবের মধ্যে রয়েছে পিতা ও পুত্রের সম্পর্ক। এঁদের মধ্যে পিতা পুত্রের সম্পর্ক থাকলেও, জ্যোতিষমতে মনে করা হয় যে, এঁদের মধ্যে সম্পর্ক শত্রুভাবাপন্ন। তবে এই সূর্য আর শনিদেব এবার একসঙ্গে যুতি তৈরি করতে চলেছেন। দুর্লভ এই যুতির ফলে দ্বিদ্বাদশ যোগ তৈরি হবে। এই দ্বিদ্বাদশ যোগ বহু রাশির জাতক জাতিকার ভাগ্য খুলে দিতে পারে বলে জ্যোতিষমতের ধারণা। দেখা যাক, এই যুতি কাদের ভাগ্যবান করতে তুলতে পারে।
কন্যা
এই যুতির ফলে এই মাসটি খুবই লাভদায়ক হতে পারে। মানসিক শান্তি আপনি পেয়ে থাকতে পারেন। চাকরিতে নতুন সুযোগ পেতে পারেন। সব দিক থেকে পেতে পারেন সাফল্য। ব্যবসায় অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে আপনার জন্য। প্রতিদ্বন্দ্বীদের কড়া টক্কর দিতে পারবেন। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালো হবে। টাকার সঞ্চয় করারও সুযোগ রয়েছে। প্রেম জীবন খুশিতে আনন্দে ভরে উঠবে। স্বাস্থ্য আগের থেকে ভালো হবে।
তুলা
দ্বিদ্বাদশ যোগ খুবই লাভদায়ী হতে পারে। এই রাশির জাতক জাতিকারা বহু ক্ষেত্রে সাফল্য পেতে পারেন। এর সঙ্গেই কর্মস্থলে ভালো কিছু প্রদর্শন করতে পারেন। নিজের লক্ষ্য প্রাপ্তিতে আপনি এবার একমুখীনভাবে এগোতে পারবেন। ব্যবসায় সাফল্যের যোগ রয়েছে। এই সময় বিপুল টাকা রোজগার করারও যোগ রয়েছে। প্রেম জীবন ভালোর দিকে যাবে। দাম্পত্য জীবনে খুশি আনন্দ লেগে থাকবে। শনির কৃপায় আপনার স্বাস্থ্য ভালো থাকবে।
ধনু
এরই সঙ্গে ভাগ্যের সম্পূর্ণ সহযোগিতা আসবে। কর্মক্ষেত্রে আপনারা ভালো উন্নতির রাস্তা খুঁজে পাবেন। ব্যস্তার মধ্যে সময় বের করে পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগও পাবেন। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালোর দিকে যাবে। বুঝে শুনে টাকা খরচ খরচা করলে লাভ হবে। স্বাস্থ্য ভালো থাকবে। সঙ্গীর সঙ্গে সম্পর্ক আরও ভালো থাকবে।
পিতা পুত্র হওয়ার পরেও শনি আর সূর্যের সম্পর্ক ততটা ভালো নয়। শনি কুম্ভ ও সূর্য মকর রাশিতে বর্তমানে রয়েছেন। ৬ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭ টা ৩৭ মিনিটে একজন অপরজনের সঙ্গে ৩০ ডিগ্রিতে অবস্থান করবেন। তাতে কিছু রাশির জাতক জাতিকারা লাভ পেতে পারেন।
(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )