
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
এখনকার দিনে যে কোনও কাজেই আধার কার্ড (Aadhar Card) মাস্ট। আর এই আধার কার্ডের সঙ্গেই সংযুক্ত আপনার মোবাইল নম্বর (Mobile Number)। তাই আধারের সম্পর্কিত যে কাজই করবেন, প্রথম মেসেজ নোটিফিকেশনটা (Notification) আসবে আপনারই স্মার্টফোনে।
ভারতে একটাই আধার নম্বর ব্যবহার করে মোট ১৮টি সিম কার্ড (Sim Card) তোলা যায়। আপনার আধার নম্বর (Aadhar Number) ব্যবহার করে অন্য কেউ সিম তুলে নেয়নি তো?
হ্যাঁ, এমনও কিন্তু করে থাকে প্রতারকরা (Fraudsters)। তাই কোনও সন্দেহজনক কিছু ঘটলে, বা তার আগে থেকেই জেনে রাখুন, আপনার আধার নম্বর সুরক্ষিত কিনা।
আর তার জন্য, কম্পিউটারও লাগবে না। শুধু একটি ইন্টারনেট (Online) সংযোগসহ স্মার্টফোন (Smartphone) হলেই হবে।
কীভাবে জানব আমার আধার নম্বর সুরক্ষিত কিনা? (How to verify if my Aadhar Number is safe or not?)
>> প্রথমে UIDAI-এর ওয়েবসাইটে যান। লিঙ্ক : http://resident.uidai.gov.in/notification-aadhar
>>> নির্দিষ্ট স্থানে ১২ অঙ্কের আধার নম্বর (Aadhar Number) দিন।
>>> ক্যাপচা লিখুন।
>>> এবার OTP Generate-র অপশনে ক্লিক করুন।
>>> এরপর আপনার ফোন দেখে OTP টা দিন।
>>> নতুন পেজ খুলবে। সেখানে অথেন্টিকেশন টাইপ (Authentication Type), নম্বার অফ রেকর্ড ও OTP আরও একবার দিন।
>>> ড্রপ ডাউন মেনু থাকবে। সেখান থেকে All অপশন বেছে নিন।
>>> পেজে থাকা সিলেক্টেড ডেট রেঞ্জ (Select Date Range)-এ যান। সেখানে গত ছয় মাসে আপনার কার্ডের হিস্ট্রি (Aadhar Card History) দেখতে পাবেন।
>>> সাবমিট (Sumbit) করুন।
>>> এরপরে পেয়ে যাবেন সমস্ত হিস্ট্রি (History)।
>>> অথেন্টিকেশানের জন্য আবার OTP-র Request করুন।
>>> আপনার আধার কার্ড কবে, কোথায় ব্যবহৃত হয়েছে, পেয়ে যাবেন এই সব তথ্য।
>>> আপনার অজানা কোনও স্থানে আধার কার্ড ব্যবহারের হিস্ট্রি থাকলে অবশ্যই UIDAI-এর ওয়েবসাইটে অভিযোগ দায়ের করুন।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports