বাংলা নিউজ > ঘরে বাইরে > India's 15th President Droupadi Murmu: ইতিহাস রচনা দ্রৌপদী মুর্মুর, বিজেপির হাত ধরে প্রথম আদিবাসী রাষ্ট্রপতি পেল ভারত
পরবর্তী খবর
তৈরি হল ইতিহাস। প্রথম আদিবাসী রাষ্ট্রপতি পেল ভারত। স্বাধীন ভারতের ১৫ তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন দ্রৌপদী মুর্মু। বিরোধী জোটের প্রার্থী যশবন্ত সিনহাকে নির্বাচনে পুরোপুরি উড়িয়ে দিলেন ওড়িশার মেয়ে।
বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটের হাতে যে সংখ্যা ছিল, তাতে নির্বাচনের আগেই কার্যত ‘ওয়াকওভার’ পেয়ে গিয়েছিলেন দ্রৌপদী। সেইসঙ্গে ‘ক্রস ভোটিংয়ের’ অ্যাডভ্যান্টেজও ছিল। সবমিলিয়ে ভোটগণনার তৃতীয় রাউন্ডেই মোট বৈধ ভোটের ৫০ শতাংশ পেরিয়ে যান ওড়িশার ময়ূরভঞ্জ জেলার দ্রৌপদী।শেষপর্যন্ত ভোট পেয়েছেন ৬৪ শতাংশ। যিনি প্রথম আদিবাসী হিসেবে কমপক্ষে পাঁচ বছর রাইসিনা হিলসের বাসিন্দা হতে চলেছেন।
দ্রৌপদী মুর্মু একনজরে
- ১৯৫৮ সালের ২০ জুন ওড়িশার ময়ূরভঞ্জ জেলার এক সাঁওতালি পরিবারে জন্মগ্রহণ করেন দ্রৌপদী মুর্মু। গ্রামের প্রথম মহিলা হিসেবে কলেজে পড়ার জন্য ভুবনেশ্বরে পা রেখেছিলেন। ভুবনেশ্বরের রমাদেবী উইমেন্স কলেজ থেকে কলা বিভাগে স্নাতকের পড়াশোনা শেষ করেছিলেন।
- ১৯৭৯ সাল থেকে ১৯৮৩ সাল পর্যন্ত ওড়িশা সরকারের জলসম্পদ ও শক্তি দফতরে জুনিয়র অ্যাসিসট্যান্ট হিসেবে কাজ করেছিলেন। ১৯৯৪ সাল থেকে ১৯৯৭ সাল পর্যন্ত শ্রী অরবিন্দ ইন্টিগ্রাল এডুকেশন সেন্টার সাম্মানিক শিক্ষক ছিলেন।
- ১৯৯৭ সালে কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন দ্রৌপদী। পরবর্তীতে রায়রংপুর উপদেষ্টা কমিটির চেয়ারপার্সন হয়েছিলেন।
- ওড়িশার দু'বারের বিধায়ক ছিলেন আদিবাসী নেত্রী দ্রৌপদী। ২০০০ সাল এবং ২০০৪ সালে বিজেপির টিকিটে ময়ূরভঞ্জ জেলার রায়রাংপুর কেন্দ্র থেকে ভোটে জিতেছিলেন।
আরও পড়ুন: রাইসিনায় দ্রৌপদী মুর্মু, শুভেচ্ছা যশবন্ত সিনহার! এখন বলছেন গীতার শ্লোকের কথা