আফগানিস্তানের জালালাবাদে ভারতের কনস্যুলেট অফিস বহু দিন ধরেই নিষ্ক্রিয় হয়ে রয়েছে। জালালাবাদের সেই কনস্যুলেট অফিসের এক কর্মীর উপর এল হামলার খবর। এমনই দাবি করছে বেশ কয়েকটি মিডিয়া রিপোর্ট। জানা গিয়েছে, জালালাবাদে ভারতের ওই কনস্যুলেট ভবনে কর্মরত এক স্থানীয় আফগান কর্মীর ওপর এই হামলা হয়েছে।
বেশ কিছু মিডিয়া রিপোর্টের দাবি, জালালাবাদে ভারতের কনস্যুলেটের ওই কর্মীর গাড়ি লক্ষ্য করে হামলা হয়। জানা যাচ্ছে, অজ্ঞাত পরিচয় কয়েকজন ব্যক্তি ওই কনস্যুলেটের কর্মীর গাড়ি দেখতে পেয়েই সেটিকে লক্ষ্য করে গুলি চালায়। এদিকে, ‘ইন্ডিয়া টুডে’র রিপোর্ট বলছে, ওই ব্যক্তির পরিচিত ছিল আততায়ীরা।
প্রসঙ্গত, ২০২০ সাল থেকে আফগানিস্তানের জালালাবাদে ভারতের কনস্যুলেট ভবনটি নিষ্ক্রিয় হয়ে রয়েছে। ২০২১ সালে যখন তালিবান কাবুল দখল করে, তার বহু আগে থেকেই জালালাবাদের ওই ভারতীয় কূটনৈতিক ভবন সক্রিয় ছিল না। তবে বেশ কিছু স্থানীয় আফগান কর্মী সেখানে কর্মরত রয়েছেন। ভারতের ওই কনস্যুলেট ভবনে খুব কম সংখ্যক কর্মী বর্তমানে রয়েছেন বলে খবর।
( Sheikh Hasina Latest: শুধু হাসিনাই নন… রেহানা, সজীব, টিউলিপের দেশ-বিদেশে লেনদেনের নথি তলব ইউনুসের আমলের কমিশনের)
ভবনের দেখভাল তাঁদের দায়িত্বে। মিডিয়া রিপোর্ট বলছে, জালালাবাদের ওই ভবনেই এক কর্মীর গাড়ি দেখে, তাতে ধাক্কা দেয় আরও একটি গাড়ি, তখনই ঘটে যায় এই ঘটনা। নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কিছুজন জানাচ্ছেন, একটি ঘটনা ঘটেছে মঙ্গলবার, যেখানে নাঙ্গারহার প্রদেশের রাজধানী জালাবাবাদে ভারতীয় কনস্যুলেটের স্থানীয় আফগান কর্মী ঘটনার শিকার হয়েছেন। এ ঘটনায় স্থানীয় কর্মচারীরা সামান্য আহত হয়েছেন।