স্থানীয় সময় গভীর রাতে ক্যালিফোর্নিয়ায় আছড়ে পড়তে পারে সুনামির ঢেউ। রাশিয়ার পূর্ব উপকূলীয় এলাকায় ইতিমধ্যেই সুনামির ঢেউ আঘাত হেনেছে। এখনও পর্যন্ত কোনও প্রাণনাশের খবর না পাওয়া গেলেও ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। এদিকে প্রশান্ত মহাসাগরে মার্কিন দ্বীপগুলিতেও জারি করা হয়েছে সুনামির সতর্কতা। রিপোর্ট অনুযায়ী, আমেরিকা হাওয়াইতে সুনামি সতর্কতা জারি করেছে। এছাড়া গুয়াম এবং মাইক্রোনেশিয়া দ্বীপের জন্যেও সুনামি সতর্কতা জারি করেছে। উপকূল থেকে জগণদের দূরে সরতে বলা হয়েছে। এদিকে মার্কিন পশ্চিম উপকূলে অবস্থিত ক্যালিফোর্নিয়া, ওয়াশিংটন, ওরেগন এবং আলাস্কা প্রদেশগুলি ওপর সুনামির নজরদারি চালানো হচ্ছে।
এই আবহে ক্যালিফোর্নিয়ায় বসবাসরত ভারতীয়দের উদ্দেশে উঁচু স্থানে চলে যাওয়ার বার্তা দিয়েছেন সান ফ্রান্সিস্কোর ভারতীয় কনস্যুলেট জেনারেল। এরই সঙ্গে স্থানীয় প্রশাসনের নির্দেশিকা এবং সতর্কতার দিকে নজর রাখার জন্য বলা হয়েছে ভারতীয় কনস্যুলেটের তরফ থেকে। এদিকে মার্কিন প্রেসিডেন্টও এই সুনামি নিয়ে মানুষজনকে সতর্ক থাকার বার্তা দিয়েছেন। সঙ্গে মন শক্ত রাখতে বলেছেন ট্রাম্প। এদিকে এই ভূমিকম্পের পরে জাপান আবহাওয়া সংস্থা সুনামি সতর্কতা জারি করেছে। জাপানের সংস্থা জানায়, ০১০০ জিএমটি থেকে ৩ মিটার (১০ ফুট) পর্যন্ত উচ্চতার সুনামির ঢেউ আছড়ে পড়তে পারে উপকূলীয় অঞ্চলে। সংবাদ সংস্থা এনএইচকে জানিয়েছে, সরকার কিছু এলাকা থেকে লোকজনকে সরানোর নির্দেশ জারি করেছে।
উল্লেখ্য, বুধবার রাশিয়ার পূর্বে অবস্থিত কামচাটকায় ৮.৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। যার ফলে ৪ মিটার (১৩ ফুট) পর্যন্ত উচ্চতার সুনামির সৃষ্টি হয়। এর জেরে সেখান থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়। এদিকে এই ভূমিকম্পের জেরে প্রশান্ত মহাসাগরে থাকা আমেরিকার বেশ কয়েকটি দ্বীপ এবং জাপানেও সুনামির সতর্কতা জারি করা হয়। আমেরিকার পশ্চিম উপকূল 'সুনামি ওয়াচ'-এর অধীনে আছে। কামচাটকার আঞ্চলিক জরুরি পরিস্থিতি মন্ত্রী সের্গেই লেবেদেভ নিশ্চিত করেছেন যে সেখানে বেশ কিছু জায়গায় ৩-৪ মিটার (১০-১৩ ফুট) উচ্চতার সুনামি রেকর্ড করা হয়েছে। এই আবহে জনগণকে উপকূলরেখা থেকে দূরে সরে যাওয়ার আহ্বান জানান মন্ত্রী। সোশ্যাল মিডিয়ায় ভূমিকম্পের বেশ কিছু ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেই সব ভিডিয়োতে দেখা যায় রাশিয়ায় এই ভয়াবহ ভূমিকম্পের কী প্রভাব পড়েছে।