হাসিনা সরকারের পতনের পর নয়া বাংলাদেশের বিদেশমন্ত্রকের উপদেষ্টা তৌহিদ হোসেন মুখ খুললেন দুই দেশের সম্পর্ক নিয়ে। উল্লেখ্য, ঢাকা-দিল্লির সম্পর্ককে বহু সময়ই নরেন্দ্র মোদী ও শেখ হাসিনা ‘সোনালী অধ্যায়’ বলে উল্লেখ করে থাকতেন। আর সেই সোনালী অধ্যায় এখনও কি দুই দেশের মধ্যে রয়েছে? প্রশ্ন গিয়েছিল তৌহিদ হোসেনের কাছে। তার জবাবে কী বললেন তৌহিদ হোসেন?
শেখ হাসিনার সময়কালে ভারতের সঙ্গে বাংলাদেশের সোনালী অধ্যায় ঘিরে প্রশ্ন যেতেই বাংলাদেশের বিদেশ মন্ত্রকের উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন,'সম্পর্কের সোনালী অধ্যায় ছিল দুই সরকারের মধ্যে। আমরা চাই সুসম্পর্ক থাকুক জনসাধারণের পর্যায়ে। মানুষ সেটাতে যুক্ত হোক। মানুষ মনে করুক যে আসলে খুব ভালো সম্পর্ক রয়েছে। সেটা যে ছিল না সেটা স্বীকার করা ভালো।' একইসঙ্গে তিনি যোগ করেন, ‘মানুষের মাঝে ক্ষোভ ছিল, আর তা প্রশমন করা সম্ভব।’
( 'MLA বলে যা খুশি করবেন', তৃণমূল বিধায়কের ট্রেন সফরসঙ্গীর টিকিট নিয়ে প্রশ্ন TTEর! গর্জে উঠলেন যাত্রীরাও, পোস্ট অগ্নিমিত্রার)
বাংলাদেশে সদ্য গদিচ্যুত হয়েছেন শেখ হাসিনা। তাঁর সরকার পতনের পর বাংলাদেশের মাটি ছাড়েন শেখ হাসিনা। আশ্রয় নেন ভারতে। এরপর ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কেমন? এই প্রশ্ন উঠতেই তৌহিদ হোসেন বলেন,'আপনারা যদি মনে করেন যে ভারতের সঙ্গে আমাদের সম্পর্কে টানাপোড়েন চলছে, সেটা দ্বিপাক্ষীয় বিষয়, সমাধান করতে চেষ্টা করতে হবে। তবে আমরা একটা কথা মনে করি, সম্পর্ক মানুষ কেন্দ্রিক হতে হবে। আসলে এমন হতে হবে, যে মানুষও যাতে মনে করে সম্পর্কটা ভালো।'