
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
লোকসভা ভোটের লক্ষ্যে এখন থেকেই প্রস্তুতি নিতে শুরু করেছে বিরোধীদের ‘ইন্ডিয়া’ মহাজোট। এর আগে পাটনা, বেঙ্গালুরুতে বৈঠক করেছেন জোটের নেতৃত্ব। আর এবার তৃতীয় দফার বৈঠক হতে চলেছে মুম্বইয়ে। প্রথমে ঠিক হয়েছিল ২৫–২৬ অগস্ট এই বৈঠক হবে। কিন্তু সেই সময় পরিবর্তন করে আগামী ৩১ অগস্ট এবং ১ সেপ্টেম্বর এই বৈঠকের জন্য নির্দিষ্ট করা হয়েছে। এই বৈঠকে জোটের প্রতীক, রাজ্যগুলিতে আসন ভাগাভাগি নিয়ে আলোচনা করা হতে পারে। এর পাশাপাশি জোটের বিভিন্ন দলের মধ্যে সমন্বয় রাখার জন্য একটি সমন্বয় কমিটিও গঠন করা হবে এই বৈঠকে।
আরও পড়ুন:'ইন্ডিয়া'র স্বার্থে কি বাংলায় লড়বে না কংগ্রেস? জবাব দিলেন অধীর
প্রাথমিকভাবে ঠিক আছে ১১ সদস্যের একটি সমন্বয় কমিটি গঠন করা হবে। এছাড়াও, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের লক্ষ্যে জোটের নির্দিষ্ট কাজগুলি পরিচালনা করার জন্য কমপক্ষে আরও পাঁচটি প্যানেল তৈরি করার বিষয়েও সিদ্ধান্ত হতে পারে। এই বৈঠকের একটি খসড়া যৌথ বিবৃতি প্রস্তুত করা হতে পারে বলে নেতারা ইঙ্গিত দিয়েছেন। অন্যদিকে, বর্তমানে সোশ্যাল মিডিয়ার গুরুত্ব অনেক বেড়েছে। তাই ইন্ডিয়া জোটের বিভিন্ন দল কীভাবে সোশ্যাল মিডিয়ায় বেশি প্রভাব ফেলতে একে অপরের বিষয়বস্তু শেয়ার করতে পারে সে বিষয়েও আলোচনা করা হবে। পরিকল্পনা অনুযায়ী, ৩১ অগস্ট জোটের নেতারা মুম্বাইয়ের গ্র্যান্ড হায়াতে নৈশভোজে অনানুষ্ঠানিকভাবে মিলিত হবেন। ১ সেপ্টেম্বর সকাল ১১টা থেকে সেখানে কমপক্ষে ৪ ঘণ্টা ধরে এই বৈঠক হওয়ার কথা রয়েছে। জোটের এক নেতা বলেন, ‘মুম্বাই বৈঠকটি নির্দিষ্ট ইস্যুতে জোট কীভাবে কাজ করবে তার কাঠামো নির্ধারণ করবে। মুম্বাই বৈঠকে ১১ সদস্যের সমন্বয় কমিটি গঠন করা হবে। এটি জোটের মেরুদণ্ড হিসেবে কাজ করবে। এছাড়া, প্রচারের মতো বিভিন্ন বিষয়গুলি দেখার জন্য কমপক্ষে ৫টি অন্যান্য কমিটি তৈরি করার বিষয়ে আলোচনা করা হবে।’ মুম্বইয়ে একটি সাংবাদিক সম্মেলনে কংগ্রেস নেতা অশোক চৌহান বলেছিলেন, ‘আসন্ন সভায় বিরোধী জোটের জন্য একটি সাধারণ লোগো প্রকাশ করা হতে পারে। আমরা একটি সাধারণ লোগো তৈরি করার সিদ্ধান্ত নিচ্ছি এবং এটি ৩১ অগস্ট উন্মোচন হতে পারে।’
প্রসঙ্গত, ইন্ডিয়া জোটের প্রথম বৈঠক হয়েছে ২৩ জুন। সেই বৈঠক হয়েছিল পাটনায়। ১৭ এবং ১৮ জুলাই বেঙ্গালুরুতে দ্বিতীয় বৈঠক হয়েছিল। এক নেতা জানিয়েছেন, মুম্বাই বৈঠকের পরে আরও দুটি বৈঠক সম্ভবত কলকাতা এবং চেন্নাইতে অনুষ্ঠিত হবে।জোটের নেতাদের মতে, পাটনা, বেঙ্গালুরুতে বৈঠকের পর জোট নিজেদের লক্ষ্যে একধাপ এগিয়েছে। দ্বিতীয় বৈঠকে এই জোটের নামকরণ করা হয়। এছাড়াও, বেশকিছু সমস্যা চিহ্নিত করা হয়েছে। মুম্বই বৈঠকে সেই সমস্যার সমাধান করা হতে পারে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports