তিন তালাক দেওয়ায় স্বামীকে গলা কেটে হত্যা করে সন্তানদের নিয়ে বাড়ি ছাড়লেন স্ত্রী। ঘটনা বাংলাদেশের ফেনি শহরের। অভিযুক্ত স্ত্রী রোকেয়া আখতার শিউলিকে গ্রেফতার করেছে সেদেশের RAB.নিহত সোহেল নামে ওই যুবক দুবাইতে কর্মরত। সম্প্রতি দেশে ফিরেছিলেন তিনি। অভিযোগ, তাঁর সঙ্গে এলাকারই এক মহিলার দীর্ঘদিনের পরকীয়া ছিল। তা নিয়ে দাম্পত্যকলহ লেগে থাকত স্ত্রী রোকেয়া আখতার শিউলির সঙ্গে।গত বৃহস্পতিবার স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ হলে শিউলিকে তিন তালাক দেন সোহেল। এতেই ক্ষিপ্ত হয়ে স্বামীর ওপর বঁটি নিয়ে হামলা চালান স্ত্রী। সোহেল খাটে বসে থাকা অবস্থায় পিছন থেকে এসে তাঁর গলার নলি কেটে দেন শিউলি। ঘটনাস্থলেই মৃত্যু হয় যুবকের। এর পর ২ সন্তানকে নিয়ে বাবা মারা গিয়েছেন বলে আবাসনের দরজা দিয়ে পালান তিনি।২ দিন তল্লাশির পর কুমিল্লার চৌদ্দগ্রামে কাকার বাড়ি থেকে শিউলিকে গ্রেফতার করে RAB। জেরায় খুনের অভিযোগ স্বীকার করেছেন তিনি। জানিয়েছেন, খুনের পর বঁটি ধুয়ে পাশের পুকুরে ফেলে দেন। ধৃতের কাছ থেকে সোনার গয়না ও দেশি ও বিদেশি মুদ্রা উদ্ধার হয়েছে বলে জানিয়েছেন তদন্তকারীরা।