বাংলা নিউজ > ঘরে বাইরে > New Delhi Station Stampede: এত ভিড়! ১৫টা বডি বের করলাম, নিউদিল্লি স্টেশনে হাড়হিম অভিজ্ঞতা কুলির
পরবর্তী খবর
New Delhi Station Stampede: এত ভিড়! ১৫টা বডি বের করলাম, নিউদিল্লি স্টেশনে হাড়হিম অভিজ্ঞতা কুলির
1 মিনিটে পড়ুন Updated: 16 Feb 2025, 06:28 PM ISTSatyen Pal
এক ব্যক্তি বলেন, ঘটনার সময় প্রশাসনের কাউকে দেখতে পাইনি। আর ঘটনার পরে ওরা এল। প্রশাসন এখানে এল এক ঘণ্টা পরে। প্রচন্ড ভিড়।
Ad
নিউ দিল্লি স্টেশনে ভিড়। (ANI Photo)
নিউ দিল্লি স্টেশনে অত্যন্ত মর্মান্তিক ঘটনা। অন্তত ১৮জনের মৃত্যু পদপিষ্ট হয়ে। ঠিক কী হয়েছিল শনিবার? প্রত্যক্ষদর্শীরা কিছুতেই ভুলতে পারছেন না সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা। চোখের সামনে একেবারে হাড়হিম করা দৃশ্য়।
স্টেশনেরই এক কুলি সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন, এত বছর ধরে কুলির কাজ করছি। এমন ভিড় জন্মে দেখিনি। ১২ নম্বরে থাকা যাত্রীরা ১৬ নম্বরে আসছিলেন। আর যারা ১৬ নম্বরে ছিলেন তারা সরে যাচ্ছিলেন। সেই সময় ঠেলাঠেলি। কুলিরা ছুটে আসেন। আমি নিজেও মৃতদেহ বের করেছি। অন্তত ১৫টি দেহ তুলে এনেছি। বাকি আর বলতে পারব না। খালি জুতো, কাপড় পরেছিল। নীচে পড়ে গিয়েছিলেন অনেকে।
ভয়াবহ অভিজ্ঞতার প্রত্যক্ষদর্শীদের।
এক ব্যক্তি বলেন, ঘটনার সময় প্রশাসনের কাউকে দেখতে পাইনি। আর ঘটনার পরে ওরা এলেন। প্রশাসন এখানে এল এক ঘণ্টা পরে। প্রচন্ড ভিড়।
অপর এক ব্যবসায়ী বলেন, ৯টা সাড়ে ৯ বাজে তখন। ওভারব্রিজেও অনেক লোক ছিল। প্লাটফর্ম বদলের কোনও ঘটনা ছিল না। কিন্তু ভিড় এত ছিল যে পরিস্থিতি সামাল দেওয়া যায় নি।