Ganga Vilas Tour Package: বিশ্বের দীর্ঘতম নদী ক্রুজ MV গঙ্গা বিলাসের ট্যুর কীভাবে বুক করবেন? খরচই বা কেমন পড়বে? সেই বিষয়েই রইল বিস্তারিত। আসুন, প্রথমে টিকিটের দাম হিসাবে জেনে নেওয়া যাক।
ফাইল ছবি: পিটিআই
Ganga Vilas Cruise Booking: যাত্রা শুরু করল বিশ্বের দীর্ঘতম নদী ক্রুজ MV গঙ্গা বিলাস। শুক্রবার এর 'ফ্ল্যাগ অফ' করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর মাধ্যমে জলপথের শোভা নিতে নিতেই দেশের সাংস্কৃতিক এবং ঐতিহাসিক স্থানগুলির দর্শন পাবেন পর্যটকরা। সবই তো বোঝা গেল। কিন্তু এই ক্রুজের ট্যুর কীভাবে বুক করবেন? খরচই বা কেমন পড়বে? সেই বিষয়েই রইল বিস্তারিত। আসুন, প্রথমে টিকিটের দাম হিসাবে জেনে নেওয়া যাক। অবশ্যই দেখুন: জলে পাঁচতারা হোটেল! আজ দীর্ঘতম নদী ক্রুজ ‘গঙ্গা বিলাস’-র উদ্বোধন - অন্দরের ছবি
গঙ্গা বিলাসের টিকিটের দাম
সূত্রের খবর, বিলাসবহুল এই ক্রুজে মোট ৫১ দিন যাত্রা করতে হলে যাত্রীপিছু প্রায় ২০ লক্ষ টাকা খরচ পড়বে। দৈনিক টিকিট ২৫ হাজার টাকা থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত। এই জাহাজে একসঙ্গে মোট ৩৬ জন যাত্রী ভ্রমণ করতে পারবেন। পরবর্তী পর্যায়ে দিন ও স্যুট হিসাবে প্যাকেজ স্থির করা হতে পারে।
আন্তর্জাতিক ক্রুজ সংস্থা Antara Luxury River Cruises-এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে বুক করা যাবে। তবে এখনও সেই বুকিং শুরু হয়নি। আগামী সেপ্টেম্বর থেকে যাত্রা শুরু হবে বলে মনে করা হচ্ছে।
কোথায় কোথায় যাবেন?
ফাইল ছবি: টুইটার
৫১ দিনের এই যাত্রাপথে মোট ৫০টি পর্যটন স্থান হয়ে যাবে MV গঙ্গা বিলাস। এর মধ্যে বেশ কয়েকটি ঐতিহ্যবাহী স্থান রয়েছে। যেমন জাতীয় উদ্যান, বিহারের ঘাট ও পটনা, ঝাড়খণ্ডের শাহীগঞ্জ, পশ্চিমবঙ্গের কলকাতা, বাংলাদেশের বিভিন্ন স্থান এবং অসমের গুয়াহাটি। ক্রুজটি বারাণসী থেকে যাত্রা শুরু করবে। পটনা, সাহেবগঞ্জ, কলকাতা, ঢাকা, গুয়াহাটি এবং ডিব্রুগড়ের মতো বড় শহরের উপর দিয়ে যাবে। আরও পড়ুন: ভারতে যা আছে, তা আপনার কল্পনারও বাইরে, গঙ্গা বিলাসের সূচনায় বিদেশিদের বললেন মোদী