'ওপেন এআই'-র বিরুদ্ধে কপিরাইট মামলায় যুক্ত হতে চেয়ে আবেদন করল হিন্দুস্তান টাইমস ডিজিটাল স্ট্রিম। প্রাথমিকভাবে গত বছর মার্কিন সংস্থার বিরুদ্ধে মামলা দায়ের করেছিল সংবাদসংস্থা এএনআই। এবার সেই মামলায় যুক্ত হতে চেয়ে দিল্লি হাইকোর্টে আবেদন দাখিল করেছে হিন্দুস্তান টাইমস গ্রুপের হিন্দুস্তান টাইমস ডিজিটাল স্ট্রিম (HTDS), ইন্ডিয়ান এক্সপ্রেস অনলাইন মিডিয়া সার্ভিসেস প্রাইভেট লিমিটেড, এনডিটিভি কনভারজেন্স এবং ডিজিটাল নিউজ পাবলিশার্স অ্যাসোসিয়েশন (ডিএনপিএ)। ওপেন এআইয়ের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, যে সব বিষয়বস্তুতে কপিরাইট আছে, সেগুলি নিয়ম মেনে ব্যবহার করছে না মার্কিন সংস্থা। নিচ্ছে না অনুমতি বা লাইসেন্স।
চুক্তি করা উচিত, স্বীকার করেছে ওপেন এআই, বলা হল আবেদনে
দিল্লি হাইকোর্টে দাখিল করা আবেদনপত্রে জানানো হয়েছে, নিজেদের কৃত্রিম বুদ্ধিমত্তার (আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স) মডেল প্রশিক্ষণ দেওয়ার জন্য বিশ্বের বিভিন্ন সংস্থার বিষয়বস্তু ব্যবহার করে থাকে ওপেন এআই। সেজন্য অ্যাসোসিয়েটেড প্রেস, আটলান্টিকের মতো সংস্থার সঙ্গে চুক্তিও করেছে। ওই সব চুক্তির মাধ্যমেই ওপেন এআই স্বীকার করে নিচ্ছে যে তাদের এআই মডেলকে প্রশিক্ষিত করার জন্য যে বিষয়বস্তু ব্যবহার করছে, সেটার জন্য অনুমতি বা লাইসেন্স লাগবে।
অনুমতি ছাড়াই কনটেন্ট ব্যবহার করা হচ্ছে, বলা হল আবেদনে
কিন্তু ভারতের বিভিন্ন সংস্থার ক্ষেত্রে সেরকম কোনও লাইসেন্স নেওয়া হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। হিন্দুস্তান টাইমস ডিজিটাল স্ট্রিম এবং ডিএনপিএয়ের আবেদনে জানানো হয়েছে, কপিরাইটের নিয়ম লঙ্ঘন করছে ওপেন আইয়ের মতো সংস্থা। কোনওরকম লাইসেন্স বা অনুমতি ছাড়াই তাদের বিষয়বস্তু ব্যবহার করছে। যে অর্থ পাওয়ার কথা, সেটা দিচ্ছে না।
ভারতের সাংবাদিকদের জীবিকার উপরে প্রভাব ফেলবে, বলল ডিএনপিএ
ওই আবেদনপত্রে আরও জানানো হয়েছে, সেই মামলায় যে রায় দেওয়া হবে, ডিএনপিএ সদস্য তো বটেই, পুরো ভারতের সংবাদমাধ্যমের দুনিয়ার সাংবাদিকদের জীবিকার উপরে প্রভাব ফেলবে। যে বিষয়টি নিয়ে ভারতের কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক-সহ বিভিন্ন মহলের কাছে আবেদন জানিয়েছে ডিজিটাল নিউজ পাবলিশার্স অ্যাসোসিয়েশন (ডিএনপিএ)।
অন্যদিকে ওপেন আইয়ের তরফে সওয়াল করা হয়েছে, এই মামলা বিচারের অধিকার নেই ভারতীয় আদালতের। কারণ যে ডেটা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, সেটা ভারতে প্রসেস করা হয়নি বা সংরক্ষণ করা হয়নি। সংবাদসংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, এবার হিন্দুস্তান টাইমস ডিজিটাল স্ট্রিম-সহ ভারতের বিভিন্ন সংবাদমাধ্যম যে পদক্ষেপ করেছে, তা নিয়ে আপাতত ওপেন আইয়ের কোনও প্রতিক্রিয়া মেলেনি। অতীতে যে সংস্থা এরকম অভিযোগ অস্বীকার করে এসেছে।