সদ্য আত্মপ্রকাশ করেই রীতিমতো হইচই ফেলে দিয়েছে একটি নতুন হ্যাকিং গোষ্ঠী।
আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশ, ওই গোষ্ঠীর হ্যাকাররা একটি ফরাসী বহুজাতিক সংস্থার ডিজিট্যাল সিস্টেম হ্যাক করা নেয় এবং সেই সিস্টেমের নিয়ন্ত্রণ সংস্থাকে ফিরিয়ে দেওয়া ও লুট করা তথ্য ফাঁস না করার বিনিময়ে ১ লক্ষ ২৫ হাজার মার্কিন ডলার দাবি করে!
কিন্তু, এখানেই রয়েছে 'কাহানি মে টুইস্ট'! কারণ, এই বিপুল পরিমাণ অর্থ কোনও নির্দিষ্ট দেশের মুদ্রায় বা ডিজিট্যাল লেনদেনের মাধ্যমে চাওয়া হয়নি। হ্যাকারদের দাবি, ওই বিপুল পরিমাণ টাকা মেটাতে হবে 'বাগেট'-এর মাধ্যমে। যা হল এক ধরনের ফরাসী পাওরুটি!
বিষয়টি সামনে আসে গত সোমবার। হঠাৎই হইচই শুরু হয় 'হেলক্যাট' নামে পরিচিত ওই নতুন হ্যাকার গোষ্ঠীকে নিয়ে। তথ্য বলছে, এই হ্যাকার গোষ্ঠীর নাম এর আগে প্রকাশ্য়ে এলেও, এত দিন পর্যন্ত তারা সেভাবে বিখ্যাত বা বলা ভালো কুখ্যাত হতে পারেনি।
এহেন হেলক্যাটের তরফে ডার্ক ওয়েবে একটি হুঁশিয়ারি বার্তা দেওয়া হয়। তারা জানায়, সংশ্লিষ্ট ফরাসী সংস্থার (শনাইডার ইলেকট্রিক) 'অ্য়াটলাসিয়ন জিরা ইনফ্রাস্ট্রাকচার' সিস্টেমটি তারা হ্যাক করে ফেলেছে এবং সেখান থেকে ৪০ জিবি-রও বেশি ডাটা চুরি করে নিয়েছে!
হেলক্যাটের হুমকি ছিল, 'চুরি করা ওই তথ্যভাণ্ডার মুছে ফেলতে হলে এবং সেই তথ্য যাতে জনসমক্ষে না আসে, তা নিশ্চিত করার জন্য আমাদের বাগেটের মাধ্যমে ১ লক্ষ ২৫ হাজার মার্কিন ডলার দিতে হবে।'
এমনকী, এই বার্তার মাধ্যমে সংশ্লিষ্ট সংস্থার সদ্য নিযুক্ত সিইও-কেও রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দেয় তারা।
পরবর্তীতে স্থানীয় সংবাদমাধ্যমের কাছে সংশ্লিষ্ট সংস্থার তরফে এই ঘটনার সত্যতা স্বীকার করা হয় বলেও দাবি করা হচ্ছে। ওই সংস্থা ঘটনার তদন্তও শুরু করেছে।
আন্তর্জাতিক সংবাদ মহলে আরও দাবি করা হয়েছে, এমন একটি ঘটনা যে ঘটতে চলেছে, রবিবারই এক এক্স ইউজার তাঁর পোস্টে সেই ইঙ্গিত দিয়েছিলেন।
সংশ্লিষ্ট একটি ওয়েবসাইট, যারা মূলত প্রযুক্তি সংক্রান্ত রিপোর্ট প্রকাশ করে, তারা দাবি করেছে, একটি বিশেষ সূত্র মারফত তারা জানতে পেরেছে, হেলক্যাটের কাছে যে তথ্যভাণ্ডার রয়েছে, তাতে শনাইডার ইলেকট্রিকের ৭৫ হাজার কর্মী ও গ্রাহকের স্বতন্ত্র ইমেল অ্যাড্রেস এবং সম্পূর্ণ নাম রয়েছে।
এই বিপুল পরিমাণ তথ্য গোপন রাখার ও মুছে ফেলার বিনিময়েই ওই বিপুল পরিমাণ বাগেট দাবি করেছে হেলক্যাট। সেই হিসাবে তাদের প্রায় ৫৯ হাজার বাগেট দিতে হবে!
যদিও ওয়াকিবহাল মহলের দাবি, আসলে নিজেদের প্রচার করতেই এমন আজব দাবি করেছে হেলক্যাট!