শীঘ্রই কমতে পারে কয়েকটি ওষুধ, কৃষি সংক্রান্ত দ্রব্যের দাম। সেইসঙ্গে সিনেমা হলে খাবারের দামও কমতে পারে। কারণ আগামী সপ্তাহে জিএসটি পরিষদের যে বৈঠক হতে চলেছে, তাতে একাধিক ক্ষেত্রে জিএসটি কমানোর বা করছাড় দেওয়া হতে পারে বলে সূত্র উদ্ধৃত করে 'হিন্দুস্তান টাইমস' গ্রুপের 'লাইভ মিন্ট'-র প্রতিবেদনে জানানো হয়েছে। সেইসঙ্গে এক আধিকারিক জানিয়েছেন, যে যে ক্ষেত্রে নিয়ম এবং আইন পরিবর্তনের প্রয়োজন আছে, তাও জিএসটি পরিষদের বৈঠকে পর্যালোচনা করে দেখা হতে পারে। নয়া বৈদেশিক বাণিজ্য নীতির বিষয়েও আলোচনা হতে পারে বলে ওই আধিকারিক জানিয়েছেন।
আরও পড়ুন: Veg and Non Veg Thali Price: ভেজ ও নন-ভেজ থালির দাম ক্রমশ বাড়ছে, সমীক্ষা রিপোর্টে চমকে দেওয়া তথ্য
'লাইভ মিন্ট'-র প্রতিবেদন অনুযায়ী, এক আধিকারিক জানিয়েছেন যে আগামী সপ্তাহে জিএসটি পরিষদের বৈঠকের আগে একগুচ্ছ সুপারিশ করেছে 'ফিটমেন্ট কমিটি'। যে কমিটি করের হার পরিবর্তনের বিষয়ে সুপারিশ করে থাকে। সেই কমিটি রেডিমেড স্ন্যাকে জিএসটির পরিমাণ ১৮ শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ করার সুপারিশ করা হয়েছে। আবার ব্যক্তিগত কারণে (বাণিজ্যিক কারণ নয়) যখন বিদেশ থেকে ক্যানসারের ওষুধ (ডাইনুটাক্সিম্যাবের মতো ক্যানসারের ওষুধ) আনা হবে, ১২ শতাংশ ইন্টিগ্রেটেড জিএসটি ছাড় দেওয়ার সুপারিশও করেছে ওই কমিটি। সেইসঙ্গে বিদেশ থেকে নিয়ে আসা বিশেষ রোগের ওষুধের ক্ষেত্রেও একইরকম ছাড় দেওয়ার সুপারিশ করা হয়েছে।
আরও পড়ুন: PPF Investment Tips: বছরে PPF অ্যাকাউন্টে এই পরিমাণ টাকা দিন, তাহলেই ১৭ বছর পর ১ কোটি পাবেন দম্পতিরা!