
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
করোনা সংকটের জেরে চাহিদা বাড়ার ফলে আট বছরেরও বেশি সময় পার করে আন্তর্জাতিক সূচকে বুধবার প্রতি আউন্স সোনার দাম ১,৮০০ ডলার ছাড়াল।
বিশ্বব্যাপী করোনাভাইরাস সংক্রমণের নতুন জোয়ার আসার ফলে নিরাপদ বিনিয়োগ হিসেবে রেকর্ড বাড়ল সোনার দাম। মঙ্গলবার সূচকে ১.৩% বৃদ্ধির ফলে প্রতি আউন্স সোনার দাম দাঁড়াল ১,৮০৪ ডলার। ২০১১ সালের পরে সোনার দাম এতটা ওঠেনি, বলছে পরিসংখ্যান।
অতিমারীর কারণে বাজার আরও পতনের সম্মুখীন হওয়ার আশঙ্কায় সোনায় লগ্নিকরার ঝোঁক উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। সেই সঙ্গে আমেরিকা ও চিনের মধ্যে কূটনৈতিক ও ব্যবসায়িক সম্পর্কের অবনতিও বাজারে ছাপ ফেলছে। গোল্ডম্যান স্যাকস-এর মতো আন্তর্জাতিক সংস্থার পূর্বাভাস, সোনার দাম এখন চড়ার দিকেই থাকবে।
আমেরিকার শিকাগো শহরের দালাল সংস্থা জ্যানের গ্রুপ-এর ভাইস প্রেসিডেন্ট পিটার টমাস জানিয়েছেন, ‘ভাইরাস নিয়ে উদ্বেগ, মুদ্রাস্ফীতির আশঙ্কা এবং চলতি বছরে ইতিমধ্যে ২০% দাম বাড়ার ফলে সোনার প্রতি আকর্ষণ লাফিয়ে বাড়ছে লগ্নিকারীদের মধ্যে অর্থ বিনিয়োগের ঢল নেমেছে।
মঙ্গলবার দিনের শেষে সূচকে ১.১% বৃদ্ধির জেরে প্রতি আউন্স সোনার দাম দাঁড়ায় ১,৮০০.৫০ ডলার। পাশাপাশি, চাহিদা বৃদ্ধির কারণে স্বর্ণ ভিত্তিক এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডে (ইটিএফ) বিনিয়োগের ঢল নেমেছে এবং পাল্লা দিয়ে বাড়ছে মজুত সোনার পরিমাণও।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports