বুধবার ভারতীয় বাজারে সামান্য কমল সোনার দাম। গত সেশনে এক বছরের সর্বোচ্চ স্তরে পৌঁছানোর পর সপ্তাহের তৃতীয় কর্মদিবসে এমসিএক্স সূচকে ১০ গ্রাম সোনার দাম ৭০ বা ০.১৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪৯,৩১৫ টাকা। কমেছে রুপোর দামও। এক কিলোগ্রাম রুপোর দাম ০.০৬ শতাংশ বা ৪০ টাকা কমে ৬২,৯৪৯ টাকায় ঠেকেছে।
টানা সাতটি সেশনে উত্থানের জেরে মঙ্গলবার ভারতীয় বাজারে ১০ গ্রাম সোনার দাম ৫০,০০০ টাকার গণ্ডি ছাড়িয়ে গিয়েছিল। যদিও পরে কিছুটা কমে যায় হলুদ ধাতুর দাম। বাজার বন্ধের সময় ১০ গ্রাম সোনার দাম ৪৯,৩৮৫ টাকা ছিল। যা রেকর্ড দরের থেকে ৭,০০০ টাকার মতো সস্তা। ২০২০ সালের অগস্টে ১০ গ্রাম সোনার দাম ৫৬,২০০ টাকার স্তরে পৌঁছে গিয়েছিল। তারপর থেকে উত্থান-পতনের সাক্ষী থেকেছে হলুদ ধাতু। বিশেষজ্ঞদের মতে, আপাতত এমসিএক্স সূচকে ১০ গ্রাম সোনা বাধা পাচ্ছে ৪৯,০০০ টাকায়। আর ৪৯,০০০ টাকায় সহায়তা পাচ্ছে।
তারইমধ্যে বুধবার বিশ্ব বাজারে সামান্য কমেছে সোনার দাম। এক আউন্স স্পট গোল্ডের দাম ০.১ শতাংশ কমে দাঁড়িয়েছে ১,৮৫০.৯১ ডলার। মার্কিন গোল্ড ফিউচার্সের দাম ০.২ শতাংশ কমে ১,৮৫২.৪ ডলারে ঠেকেছে। রাশিয়া ও ইউক্রেনের সংঘাতের আবহের মধ্যে মঙ্গলবার বিশ্ব বাজারে সোনার দাম এমন পর্যায়ে চলে গিয়েছিল যে তা গত বছরের ১১ জুনের পর সর্বাধিক ছিল। অর্থাৎ বিশ্ব বাজারে আট মাসের সর্বোচ্চ স্তরে পৌঁছে গিয়েছিল হলুদ ধাতু।