টানা সাতদিন ভারতীয় বাজারে ঊর্ধ্বমুখী হল সোনার দাম। তার জেরে ৫০,০০০ টাকার গণ্ডি ছাড়িয়ে গেল হলুদ ধাতু। মঙ্গলবার এমসিএক্স সূচকে ১০ গ্রাম সোনার দাম ০.৫৬ শতাংশ বা ২৭৯ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৫০,১৯৫ টাকা। যা প্রায় এক বছরে সর্বোচ্চ। তারইমধ্যে রুপোর দাম সামান্য কমেছে। এক কিলোগ্রাম রুপোর দাম ১৫ টাকা বা ০.০২ শতাংশ কমে হয়েছে ৬৪,২১৮ টাকা।
গত সাতদিনে ভারতীয় বাজারে ২০ গ্রাম সোনার দাম বেড়েছে প্রায় ২,৫০০ টাকা। তার জেরে আপাতত রেকর্ডের থেকে ৬,০০০ টাকার মতো সস্তা আছে ১০ গ্রাম সোনা। ২০২০ সালের অগস্টে ১০ গ্রাম সোনার দাম ৫৬,২০০ টাকার স্তরে পৌঁছে গিয়েছিল। যা ভারতের বাজারে সোনার দামের রেকর্ড। তারপর থেকে উত্থান-পতনের সাক্ষী থেকেছে হলুদ ধাতু। তবে দীর্ঘদিন তা ৫০,০০০ টাকার নীচেই ছিল। এবার সেই গণ্ডি পার করে গিয়েছে সোনা।
রাশিয়া ও ইউক্রেনের সংঘাতের আবহের মধ্যেই বিশ্ব বাজারেও বেড়েছে সোনার দাম। সংবাদসংস্থা ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী, এক আউন্স স্পট গোল্ডের দাম ০.৪ শতাংশ বেড়েছে ১,৮৭৮.৯৩ ডলারে ঠেকেছে। যা গত বছরের ১১ জুনের পর সর্বাধিক। অর্থাৎ বিশ্ব বাজারে আট মাসের সর্বোচ্চ স্তরে পৌঁছে গিয়েছে হলুদ ধাতু। মোতিলাল ওসওয়াল ফিনান্সিয়াল সার্ভিসের কমোডিটি অ্যান্ড কারেন্সি রিসার্চের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নবনীত দামানি জানান, রাশিয়া এবং ইউক্রেনের সংঘাতের ফলে যে উত্তেজনা তৈরি হয়েছে, তার প্রভাবে সুরক্ষিত বিকল্প হিসেবে সোনার চাহিদা অটুট আছে। তবে মার্কিন কেন্দ্রীয় ব্যাঙ্ক ফেডেরাল রিজার্ভের নীতি এবং মার্কিন বন্ডের কারণে সোনার উত্থান কিছুটা থমকে গিয়েছে।