তেহরানকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করার পরে সোনার দাম আরও উর্ধমুখী রবিবার কলকাতায় ২৪ ক্যারেট পাকা সোনার দাম হয়েছে ৪০,৫৫০। ২২ ক্যারেট গহনার সোনার দাম হল ৩৯,১৫০ ও হলমার্ক সোনার দাম দাঁড়াল ৩৯,৫৫০ টাকা।তবে এই সব দামই জিএসটি না ধরে, তাই দোকান থেকে কেনার সময় আরও কিছু বেশি খরচ দিতে হবে ক্রেতাদের।সোমবার ভারতীয় বাজারে ২৪ ক্যারেট সোনার দাম আরও ৩০০ টাকা বেড়ে দাঁড়িয়েছে প্রতি ১০ গ্রামে ৪০,০০০ টাকা। ২২ ক্যারেট সোনার দামও প্রতি ১০ গ্রামে ৩০০ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৩৯,০০০ টাকা।আন্তর্জাতিক পরিস্থিতির সঙ্গে কলকাতায় সোনার দামের কী সম্পর্ক? সোনা আমদানি করতে হয় ডলারে। তাই ডলারের দাম বাড়লে, সোনা কিনতেও বেশি খরচ পড়ে।বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক ক্ষেত্রে অস্থিরতা কাটলেও সোনার দামে খুব পতনের সম্ভাবনা নেই।