
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
জি-২০ সামিট। একে একে রাষ্ট্রপ্রধানরা আসতে শুরু করেছেন দিল্লিতে। তবে শেষ মুহূর্তে ভারত সফর বাতিল করলেন স্পেনের প্রেসিডেন্ট পেদ্রো স্যাংচেজ। কারণ বৃহস্পতিবারই তাঁর কোভিড পরীক্ষা করা হয়। দেখা যায় তিনি কোভিড পজিটিভ। এরপরই তাঁর সফর বাতিল করা হয়। খবর এএনআই সূত্রে।
তিনি এক্স প্লাটফর্মে লিখেছেন, বিকালবেলা কোভিড পরীক্ষা করেছিলাম। দেখলাম আমি কোভিড পজিটিভ। আমি জি-২০ সামিটে যোগ দেওয়ার জন্য দিল্লি যেতে পারছি না। আমি এখন ঠিক আছি।
তবে স্পেনের প্রেসিডেন্ট না এলেও জি-২০ সামিটে প্রথম ভাইস প্রেসিডেন্ট নাদিয়া কালভিনো, মিনিস্টার অফ ইকোনমিক অ্য়াফেয়ার্স অ্যান্ড মিনিস্টার অফ ফরেন অ্যাফেয়ার্স, ইইউ অ্যান্ড কো-অপারেশন প্রতিনিধিত্ব করবেন।
এর আগে জানা গিয়েছিল চিনের প্রেসিডেন্ট জি জিনপিং নিউ দিল্লিতে জি-২০ সামিটে আসছেন না। অন্যদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও জি-২০ সামিটে আসছেন না। এবার স্পেনের প্রেসিডেন্টও জানিয়ে দিলেন তিনি জি-২০ সামিটে আসছেন না। কারণ তাঁর করোনা হয়েছে।
এদিকে একে একে বিদেশি রাষ্ট্রপ্রধানরা আসতে শুরু করেছেন ভারতে। কারা কারা জি-২০ সামিটে আসেন সেদিকে গোটা বিশ্ব নজর রাখছে। কার্যত আন্তর্জাতিকস্তরে এটা নিঃসন্দেহে একটা মেগা ইভেন্ট। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বিদেশি অতিথিরা একে একে দিল্লিতে আসছেন। তাঁদের সুরক্ষার প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়েছে। ভারতে তাঁদের আতিথেয়তায় যাতে কোনও সমস্যা না হয় সেটা সবরকম ভাবে খেয়াল রাখা হচ্ছে।
ভারত এই সামিটের মাধ্যমে একদিকে ঐতিহ্য ও অন্যদিকে ভারতের প্রযুক্তিগত উন্নয়নকে গোটা বিশ্বের সামনে তুলে ধরতে চাইছে।
গোটা দেশের ৬০টা শহরে এই জি-২০ সম্পর্কিত ২০০টি মিটিং ইতিমধ্য়েই হয়েছে। গোটা বছর ধরে বহু মন্ত্রী , আমলা. বিদেশি অতিথিরা এই সামিটে অংশ নিয়েছিলেন। পরের জি-২০ মিটিং হতে পারে ব্রাজিলে। তারপর ২০২৫ সালের জি-২০ মিটিং হবে দক্ষিণ আফ্রিকা। তার আগে এবছর জি-২০ এর আয়োজক দেশ হল ভারত।
৳7,777 IPL 2025 Sports Bonus