বাংলা নিউজ > ঘরে বাইরে > Ex-Pakistan PM trolled for Holi tweet: দীপাবলির প্রদীপ ইমোজি দিয়ে হোলির শুভেচ্ছা পাকিস্তানের প্রাক্তন PM-র! হলেন ট্রোলড
পরবর্তী খবর
Ex-Pakistan PM trolled for Holi tweet: দীপাবলির প্রদীপ ইমোজি দিয়ে হোলির শুভেচ্ছা পাকিস্তানের প্রাক্তন PM-র! হলেন ট্রোলড
1 মিনিটে পড়ুন Updated: 08 Mar 2023, 11:17 PM ISTAyan Das
Ex-Pakistan PM trolled for Holi tweet: টুইটারে 'হ্যাপি হোলি' শুভেচ্ছা জানান পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। কিন্তু 'হ্যাপি হোলি'-র পর যে ইমোজি ব্যবহার করেন, তাতেই সব যত বিপত্তি হয়। রঙের উৎসবের শুভেচ্ছা জানাতে প্রদীপের ইমোজি ব্যবহার করেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী। যে ইমোজি দীপাবলির সময় ব্যবহার করা হয়।
নওয়াজ শরিফ এবং তাঁর সেই টুইটার। (ফাইল ছবি, সৌজন্যে এপি এবং টুইটার)
হোলির শুভেচ্ছা জানাতে গিয়ে বিপত্তি বাঁধিয়ে বসলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। হোলির শুভেচ্ছা জানাতে গিয়ে টুইটারে দীপাবলির প্রদীপ ইমোজি ব্যবহার করেন। যা নিয়ে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীকে তুমুল ট্রোল করেন নেটিজেনরা। বিশেষত ভারতীয় নেটিজেনরা ব্যাপক খোঁচা দেন। তারপরও অবশ্য টনক নড়েনি নওয়াজের। ৪৮ ঘণ্টা পরও তাঁর অ্যাকাউন্টে সেই টুইট জ্বলজ্বল করছে।
গত সোমবার ৯ টা ২৭ মিনিটে টুইটারে 'হ্যাপি হোলি' শুভেচ্ছা জানান পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী। কিন্তু 'হ্যাপি হোলি'-র পর যে ইমোজি ব্যবহার করেন, তাতেই সব যত বিপত্তি হয়। রঙের উৎসবের শুভেচ্ছা জানাতে প্রদীপের ইমোজি ব্যবহার করেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী। যে ইমোজি দীপাবলির সময় ব্যবহার করা হয়।
সেই সুযোগ ছাড়েননি নেটিজেনরা। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীকে তুমুল ট্রোল করেন। এক নেটিজেন বলেন, 'দীপাবলির আলো দিয়ে হোলি উদযাপন করছে।' এক ভারতীয় নেটিজেন আবার বলেন, '(টুইটের সঙ্গে) প্রদীপের ইমোজি লাগিয়েছে। আবির কেনার মুরোদ নেই।' এক ভারতীয় নেটিজেন আবার বলেন, ‘ওই লাইনের মধ্যে যে অর্থ আছে, সেটা পড়ার চেষ্টা করুন। (উনি বলতে চাইছেন যে) আমাদের বাঁচাও।’ একজন আবার দাবি করেন, 'আপনাকেও হোলির শুভেচ্ছা। হিন্দুদের মেরে না ফেললে আপনি এটা জানতেন যে হোলিতে নয়, দীপাবলিতে প্রদীপ ব্যবহার করা হয়।'
শুধু ভারতীয়রা নন, পাকিস্তানিরাও তাঁকে ট্রোল করেন। তেমনই একজন বলেন, 'ওঁনার একটাই ধর্ম - অর্থ। ইসলামেরও পরোয়া করেন না উনি। সেই পরিস্থিতিতে উনি কীভাবে হোলি এবং দীপাবলির মধ্যে পার্থক্য করতে পারবেন?' নিজেকে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থকরাও নওয়াজকে টুইটারে খোঁচা দেন।