১১৯তম মার্কিন কংগ্রেসে জায়গা করে নিলেন একসঙ্গে চারজন হিন্দু জনপ্রতিনিধি। যা এর আগে কখনও ঘটেনি বলেই দাবি করা হচ্ছে! আনুষ্ঠানিকভাবে শুক্রবার (৩ জানুয়ারি, ২০২৫) থেকে ১১৯তম মার্কিন কংগ্রেস শুরু হয়ে গিয়েছে। সেখানে প্রথমবারের জন্য সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের চারজন প্রতিনিধি একসঙ্গে জনতার নির্বাচিত প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করার সুযোগ পেলেন। যা এখনও পর্যন্ত সর্বাধিক।
সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, মার্কিন কংগ্রেসের মধ্য়ে মাত্র ১৪ জন এমন নির্বাচিত জনপ্রতিনিধি রয়েছেন, যাঁরা খ্রিস্টান এবং জিউয়িশ নন। এই ১৪ জনের মধ্যে চার হিন্দু সদস্য ছাড়াও রয়েছেন - চারজন মুসলিম, তিনজন বৌদ্ধ এবং তিনজন একেশ্বরবাদী জনপ্রতিনিধি।
যে চারজন হিন্দু ধর্মাবলম্বী এবারের মার্কিন কংগ্রেসে জায়গা করে নিয়েছেন, তাঁরা হলেন - সুহাস সুব্রণিয়ম, রাজা কৃষ্ণমূর্তি, রো খান্না এবং শ্রী থানেদার।
এছাড়াও, প্রথম ভারতীয় বংশোদ্ভূত মার্কিন মহিলা হিসাবে হাউস অফ রিপ্রেজেন্টেটিভে জায়গা করে নিয়েছেন প্রমীলা জয়পাল। কিন্তু, তিনি তাঁর ধর্মীয় পরিচয়কে 'অনির্দিষ্ট' হিসাবে পেশ করেছেন। এছাড়াও, আরও এক কংগ্রেস সদস্য ড. অমি বেরা নিজেকে একেশ্বরবাদী বলে পরিচয় দিয়েছেন। প্রসঙ্গত, এই মুহূর্তে আমেরিকার ছ'জন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন কংগ্রেস সদস্যের মধ্যে সবথেকে সিনিয়র হলেন এই ড. বেরা।
তবে, খুব স্বাভাবিকভাবেই এবারও মার্কিন কংগ্রেসের অধিকাংশ সদস্যই খ্রিস্টান। নির্বাচিত মার্কিন জনপ্রতিনিধিদের মধ্য়ে জিউয়িশরা রয়েছেন দ্বিতীয় স্থানে। তাঁরা দখল করেছেন মোট আসনের প্রায় ৬ শতাংশ। বর্তমানে মার্কিন কংগ্রেসের মধ্য়ে এই ধর্মের প্রতিনিধির সংখ্য়া ৩১।
ধর্মীয় বিশ্বাস ও সম্প্রদায়ের নিরিখে তালিকায় তিন নম্বরে একসঙ্গে রয়েছেন হিন্দু ও মুসলমান কংগ্রেস সদস্যরা! এই নির্বাচিত মুসলিম জনপ্রতিনিধিরা হলেন - আন্দ্রে কারসন, ইলহান ওমর, রশিদা তলিব এবং লতিফা সাইমন।
অন্যদিকে, আমেরিকার ৪৫তম কংগ্রেসীয় জেলা ক্য়ালিফোর্নিয়া থেকে নির্বাচিত ডেরেম ট্রাম হলেন ১১৯তম মার্কিন কংগ্রেসের তৃতীয় বৌদ্ধ ধর্মাবলম্বী জনপ্রতিনিধি।
সিকিউ রোল কল অনুসারে, নির্বাচিত রিপাবলিকান জনপ্রতিনিধিদের মধ্য়ে ৯৮ শতাংশই নিজেদের খ্রিস্টান হিসাবে পরিচয় দিয়েছেন। অন্যদিকে, ডেমোক্র্য়াটদের মধ্যে খ্রিস্টান রয়েছেন ৭৫ শতাংশ।
১১৯তম মার্কিন কংগ্রেসে মাত্র তিনজন এমন নির্বাচিত রিপাবলিকান জনপ্রতিনিধি রয়েছেন, যাঁরা নিজেদের 'খ্রিস্টান' হিসাবে পরিচয় দেননি। সেখানে ডেমোক্র্যাটদের মধ্য়ে এই সংখ্যাটা হল - ৬৬। ২১ জন ডেমোক্র্যাট জানিয়েছেন, তাঁরা নির্দিষ্ট করে কোনও ধর্মে বিশ্বাসী নন।