মঙ্গলবার রাতে কেরলের মল্লপুরমে চলছিল একটি উৎসব। সেই সমারোহে হাজির ছিল একাধিক হাতি। স্থানীয় সংস্কৃতির সাজে সেখানের হাতিরা সেজে উঠেছিল। জড়ো হয়েছিলেন বহু মানুষ।তবে তাল কাটল মাঝে! এক হাতির তাণ্ডবে গোটা উৎসবের চেহারা করুণ ছবিতে পাল্টে গেল। আহত ১৭র বেশি মানুষ।
প্রতি বছরের মতো কেরলের তিরুরে পুথিয়াঙ্গারি উৎসব চলছিল। আর সেই উৎসব ঘিরে ছিল তাক লাগানো জমায়েত। সন্ধ্যা গড়াতেই সেখানে মানুষের জনপ্লাবন দেখা যায়। সুসজ্জিত হাতিদের ঘিরে চলছিল উৎসব। তারই মাঝে একটি হাতি তেড়ে এগিয়ে আসে জনতার দিকে। সেখানে দাঁড়ানো এক ব্যক্তিকে আচমকা আক্রমণ করে একটি হাতি। ততক্ষণে ভিড়ের মধ্যে চাঞ্চল্য তৈরি হয়। অনেকেই আতঙ্কে চিৎকার করে ওঠেন। এদিকে, মত্ত হাতি শুঁড়ে তুলে ওই ব্যক্তিকে শূন্যে ঘুরিয়ে অন্যদিকে ছুঁড়ে দেয়। সেই ভয়াবহ দৃশ্যের সাক্ষী রইল জনতা। সেই ভয়ঙ্কর দৃশ্য বন্দি হয়েছে ক্যামেরাতেও। কেন এমন করল সেই হাতি? প্রশ্ন থেকেই যাচ্ছে। তবে হাতির তাণ্ডবে কেরলের ওই অনুষ্ঠানে ১৭ জন আহত হয়েছেন বলে খবর।
ভিডিয়োয় দেখা যাচ্ছে, হাতির মাহুতকে বেশ বেগ পেতে হচ্ছে হাতিকে কবলে আনতে। জানা গিয়েছে, যে ব্যক্তিকে ওই হাতি মত্ত মেজাজে হামলা করেছে, তাঁর নাম পাক্কাথু শ্রীকুত্তন। তিনি গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। তাঁর চিকিৎসা চলছে। পরিজনরা সকলে অত্যন্ত উদ্বিগ্ন। রিপোর্ট বলছে, এই অনুষ্ঠানে হাতির তাণ্ডবের জেরে পদপিষ্ট হয়েই বেশিরভাগ জনের আঘাত লেগেছে। অনেকেই আতঙ্কিত হয়ে ওই জায়গা থেকে সরে যেতে গিয়ে পদপিষ্ট হন।
এদিকে দেকা যাচ্ছে, এই হাতিকে নিয়ন্ত্রণে আনতে অনেকেই চেন দিয়ে বাঁধার চেষ্টা করছেন। তবে হাতি সেভাবে বাগে আসছে না। জানা গিয়েছে ২ ঘণ্টা সময়ের পর হাতিকে বাগে আনা গিয়েছে।