মর্মান্তিক দুর্ঘটনায় প্রয়াত টাটা সনসের প্রাক্তন চেয়ারম্যান সাইরাস মিস্ত্রি। মহারাষ্ট্রের পালঘরে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তাঁর। আমেদাবাদ থেকে মুম্বই ফিরছিলেন তিনি। পথেই দুর্ঘটনা। শিল্পপতি সাইরাল মিস্ত্রি সহ আরও চারজন ছিলেন গাড়িতে। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুজনের। ডিভাইডারে ধাক্কা মারে গাড়িটি। মাত্র ৫৪ বছর বয়সেই থেমে গেল পথচলা। সাইরাস মিস্ত্রির প্রয়াণে বহু বিশিষ্টজনেরা শোকপ্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর শোকবার্তায় জানিয়েছেন, সাইরাস মিস্ত্রির অকাল প্রয়াণে শোকাহত। তিনি ভারতের অর্থনীতির শক্তিতে বিশ্বাস করতেন। শিল্প ও বাণিজ্য মহলে তাঁর প্রয়াণে বড় ক্ষতি হয়ে গেল। তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। তাঁর আত্মার শান্তিকামনা করি। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, সাইরাস মিস্ত্রির অকাল প্রয়াণে শোকাহত। ভগবান তাঁর পরিবারকে এই যন্ত্রণা সহ্য করার শক্তি দিন।মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ জানিয়েছেন, পালঘরের কাছে দুর্ঘটনায় সাইরাসের মৃত্যুতে গভীরভাবে শোকাহত। তাঁর পরিবারকে সমবেদনা জানাচ্ছি। বিস্তারিত তদন্তের জন্য ডিজিপিকে নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকড়ি জানিয়েছেন, পথ দুর্ঘটনায় সাইরাস মিস্ত্রির প্রয়াণে শোকাহত। পরিবারকে সমবেদনা জানাচ্ছি।কেন্দ্রীয় মন্ত্রী পীযুষ গোয়েল জানিয়েছেন, ভারতের শিল্পজগৎ এক উজ্জ্বল জ্যোতিষ্ককে হারাল। ভারতের অর্থনীতির অগ্রগতিতে তাঁর নাম স্মরণীয় হয়ে থাকবে। তাঁর পরিবার ও বন্ধুদের প্রতি রইল সমবেদনা।কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি লিখেছেন, তাঁর একটি মিশন ছিল। সাইরাসের দয়াশীলতার কথা আমি চিরদিন মনে রাখব। তাঁর মৃত্যু খবরে আমি শোকাহত।এনসিপি এমপি সুপ্রিয়া সুলে জানিয়েছেন, আমার দাদা সাইরাস মিস্ত্রি মৃত্যুসংবাদ মানতে পারছি না।এভাবেই সাইরাস মিস্ত্রির অকাল প্রয়াণে তীব্র শোকবার্তা জানিয়েছেন বিশিষ্টজনেরা। তাঁর অবদানের কথা তুলে ধরেছেন তাঁরা।